ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ০৪:৩০, ২ জানুয়ারি ২০১৮

জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় টঙ্গীতে অবস্থিত আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসানউল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে আগামী ৩ ও ৪ জানুয়ারি ‘তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, প্রতিষ্ঠান ও ক্লাব আরচারি দলসহ মোট ৩২ দলের ১৪২ পুরুষ ও মহিলা আরচার এই নবম আসরে অংশ নেবেন। রিকার্ভ ও কম্পাউন্ড উভয় ডিভিশনে ১০ স্বর্ণ, ১০ রৌপ্য ও ১০ তাম্রপদকের জন্য পুরুষ ও মহিলা সেকশনে একক, দলীয় ও মিশ্র দলীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল প্রতিযোগিতার বিস্তারিত তথ্যাদির বিবরণ দেন। এতে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ, ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমান দিপু, প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব রশিদুজ্জামান সেরনিয়াবাত, প্রতিযোগিতার সমন্বয়কারী ফারুক ঢালী প্রমুখ। ৩ জানুয়ারি সকাল ১০টায় আসরের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি থাকবেন শোয়েব মোঃ আসাদুজ্জামান (নির্বাহী পরিচালক, সিটি গ্রুপ)। ৪ জানুয়ারি বিকেল ৪টায় প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া সচিব আসাদুল ইসলাম। এই আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। কিন্তু এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ হওয়ার কারণে এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বরাদ্দ না পাওয়ার কারণে সেটা সময়মতো হতে পারেনি। তাই এটা এখন হচ্ছে নতুন বছরের শুরুতে। তাহলে ২০১৮ সালের আসরটি কবে অনুষ্ঠিত হবে? ‘২০১৮ সালের আসরটি ২০১৮ সালেই হবে।’ আশ^স্ত করেন চপল। প্রতিযোগিতার বাজেট প্রায় ১০ লাখ টাকা। পুরোটাই দিচ্ছে সিটি গ্রুপ। তবে যদি আরও দরকার হয়, তাহলে সেটা ফেডারেশনই দেবে বলে জানান চপল। এই আসরের একেবারে আনকোড়া নতুন দল বাংলাদেশ পুলিশ। আগের (অষ্টম) আসরে পদক তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছিল যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা তীরন্দাজ সংসদ এবং বাংলাদেশ আনসার। এই দলগুলোও এবারও অংশ নিচ্ছে। তবে তাদের শ্রেষ্ঠত্বের প্রশ্নে চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার সামর্থ্য আছে বিকেএসপি এবং বাংলাদেশ বিমান বাহিনীরওÑ এমনটাই অভিমত ব্যক্ত করেন চপল।
×