ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা

প্রকাশিত: ০৪:২৯, ২ জানুয়ারি ২০১৮

নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা

স্পোর্টস রিপোর্টার॥ সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে। বাংলাদেশের ক্রিকেট নৈপুণ্যের গ্রাফটা এখন বেশ উর্ধমুখী। গত তিন বছরে ঈর্ষণীয় কিছু সাফল্য পেয়েছে টাইগাররা। এ সময়ের মধ্যে ওয়ানডে ক্রিকেটে পরাস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিরা। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কাকে তাদের দেশে এবং নিজেদের দেশে দুই ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। সে কারণেই আন্তর্জাতিক ক্রিকেট সূচীতে এখন ব্যস্ততা বেড়েছে বাংলাদেশের। টাইগারদের বিরুদ্ধে আগ্রহ বেড়েছে বিশ্বের সেরা দলগুলোর। বাংলাদেশ ক্রিকেটের আবেদন বেড়েছে বিশ্বব্যাপী ক্রিকেট ভক্ত-সমর্থকদের মধ্যেও। তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) বাংলাদেশের ক্রিকেট আয়োজনে বিপুল আয়ের মুখ দেখছে। ফলে নতুন বছরেই অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ রয়েছে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ও অন্যান্য বোর্ডের সঙ্গে সমঝোতার কারণে। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ দল দেশের মাটিতে জিম্বাবুইয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু করবে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে আছে ২ টেস্ট ও ২ টি২০ ম্যাচের সিরিজ। এ বছর মার্চে শ্রীলঙ্কার মাটিতে ভারতকে নিয়ে আরেকটি ত্রিদেশীয় টি২০ সিরিজ, জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর, সেপ্টেম্বরে এশিয়া কাপ, নবেম্বর-ডিসেম্বরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ রয়েছে।
×