ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দলে সাকিব-মুশফিক

প্রকাশিত: ০৪:২৬, ২ জানুয়ারি ২০১৮

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দলে সাকিব-মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর ছিল বাংলাদেশ ক্রিকেটের সাফল্য-ব্যর্থতার মিশ্র। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের অন্যতম শক্তিধর দলে পরিণত হলেও টেস্ট এবং টি২০ ক্রিকেটে সেভাবে নিজেদের কখনও মেলে ধরতে পারেনি বাংলাদেশ। তবে সেই পরিস্থিতি পাল্টেছে ২০১৫ থেকেই। বেশ কয়েকটি টেস্ট সিরিজে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয়ও তুলে নিয়েছে বাংলাদেশ দল এবং টি২০ ক্রিকেটের কিছু আসরে নিজেদের শক্ত হিসেবে গড়ে ওঠার ইঙ্গিত দিয়েছে। গত বছরে টেস্ট ক্রিকেটে অন্যতম বড় দুটি সাফল্য পেয়েছে। শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো টেস্ট জিতেছে নিজেদের শততম ম্যাচে। আর আগস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে হারিয়ে সবাইকে চমক উপহার দেয় বাংলাদেশ দল। আর এসব সাফল্যের অন্যতম রূপকার ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাবেক হয়ে যাওয়া অধিনায়ক মুশফিকুর রহীম। এ কারণেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা টেস্ট একাদশে ঠাঁই করে নিয়েছেন সাকিব-মুশফিক। বর্ষসেরা টি২০ দলেও জায়গা করে নিয়েছেন সাকিব। বছরের শেষদিনে সারাবিশ্বে হওয়া টেস্ট ম্যাচে ক্রিকেটারদের পারফর্মেন্সের ভিত্তিতে সেরা একাদশ গঠণ করে সিএ। আর টি২০ একাদশ গঠনে আন্তর্জাতিক ছাড়াও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ আসরগুলোও বিবেচনায় এনে বর্ষসেরা একাদশ গঠন করা হয়। উভয় দলে জায়গা পেয়েছেন টেস্ট ও টি২০ ক্রিকেটে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার সাকিব। টেস্ট দলে তার সঙ্গী হয়েছেন বছরের শেষদিকে অধিনায়কত্ব হারানো মিডলঅর্ডারের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক। তবে বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের কোন ক্রিকেটারের জায়গা হয়নি। অথচ এ বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবিস্মরণীয় সাফল্য পেয়েছিল টাইগাররা। প্রথমবারের মতো কোন আইসিসির টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছিল। কয়েকদিন আগে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের নির্বাচিত বর্ষসেরা টেস্ট একাদশে ছিলেন সাকিব-মুশফিক। তারাই জায়গা করে নিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বাছাই করা বর্ষসেরা টেস্ট একাদশে। সিএ তাদের টেস্ট একাদশে ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে রেখেছে সাকিবকে। আর মুশফিক উইকেটরক্ষক ও ব্যাটসম্যান হিসেবে ৭ নম্বরে আছেন। বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সিরিজে নাখললেও ৭টি টেস্টের ১৪ ইনিংসে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সাকিব। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের কারিগর ছিলেন। বল হাতে দুই ইনিংসে ১০ উইকেট শিকার করেন। ৯ টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধেই ইনিংসে ৫ উইকেট শিকারের অনন্য রেকর্ডে ইতিহাসের চতুর্থ বোলারে পরিণত হন তিনি। এর পাশাপাশি ৮৪ রানের দুর্দান্ত এক কার্যকরী ইনিংস খেলেন তিনি। বাংলাদেশী এই অলরাউন্ডারের বছরটার শুরুই হয়েছিল দারুণ এক সাফল্যে। নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকান। জানুয়ারিতে সেই টেস্টে ২১৭ রানের একটি ইনিংস খেলেন। দেশের টেস্ট ইতিহাসে সেই রান করে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে যান এ বিশ্বসেরা অলরাউন্ডার। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জয়েও করেন সেঞ্চুরি। বোলার হিসেবে এই একাদশে পঞ্চম সাকিব। দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটিতে সাকিব টেস্টে এ বছর ৪৭.৫০ গড়ে ৬৬৫ রান করেছেন। শুধু টেস্টই নয়, তিনি জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি২০ দলেও। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে সব মিলিয়ে এ বছর ২০ ওভারের ক্রিকেট তিনি খেলেছেন ২৯টি। বিশ্বসেরা টি২০ অলরাউন্ডার বাংলাদেশ, ঢাকা ডায়নামাইটস, জ্যামাইকা তালাওয়াহস, কলকাতা নাইট রাইডার্স ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন। এই ম্যাচগুলোতে ব্যাটিংয়ে ৪৪৭ রান ও বল হাতে নেন ৩৭ উইকেট। আর এই পারফর্মেন্সই তাকে জায়গা করে দিয়েছে বর্ষসেরা টি২০ একাদশে। সাকিবের সঙ্গে টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের বিদায়ী অধিনায়ক মুশফিক। ১৬ ইনিংসে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে ৫৪.৭১ গড়ে ৭৭৬ রান করেছেন তিনি। সেরাস্কার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে ১৫৯ রান। শ্রীলঙ্কা ও পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে নেতৃত্ব দিয়ে বিশ্বের নজর কেড়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওয়ানডে ও টি২০ বর্ষসেরা একাদশে সবচেয়ে বড় চমক আফগানিস্তানের তরুণ লেগস্পিনার রশিদ খানের থাকা। সিএ বর্ষসেরা টেস্ট দল ॥ ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চতেশ্বর পুজারা, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কাগিসো রাবাদা, নাথান লিয়ন ওজমস এ্যান্ডারসন। সিএ বর্ষসেরা টি২০ দল ॥ ব্রন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, এভিন লুইস, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, লুক রনকি (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সুনীল নারাইন, মাহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও রশিদ খান। সিএ বর্ষসেরা ওয়ানডে দল ॥ রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), বিরাট কোহলি, জো রুট, এবি ডি ভিলিয়াস, বেনস্টাকস, হার্দিক পান্ডিয়া, লিয়াম প্লাঙ্কেট, ট্রন্টবাল্ট, হাসান আলী, রশিদ খান।
×