ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গিনেস বুকে বুর্জ খলিফা

প্রকাশিত: ০৪:২৫, ২ জানুয়ারি ২০১৮

গিনেস বুকে বুর্জ খলিফা

অকল্যান্ড, সিডনির ধাঁচেই এবার নিউ ইয়ার সেলিব্রেশন হল দুবাইয়ের বুর্জ খলিফায়। আর প্রথম সেলিব্রেশনেই বাজিমাত। গিনেস বুকে নাম উঠল বুর্জ খলিফার। দুবাইয়ের হাজারো বাসিন্দা জড়ো হয়েছিলেন বুর্জ খলিফায়। ছিলেন পর্যটকরাও। বারোটা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় নয়নাভিরাম সেই লেজার শো তার সঙ্গে লাইট এ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান। -এনডিটিভি ৩১ উপগ্রহ উৎক্ষেপণ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা কেন্দ্র থেকে ১০ জানুয়ারি একসঙ্গে ৩১ উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এগুলোর মধ্যে থাকছে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ কার্টোস্যাট। ওইদিন সকাল সাড়ে নয়টার দিকে কার্টোস্যাট ও অন্যান্য উপগ্রহ ছোড়া হবে মহাকাশে। যার মধ্যে যুক্তরাষ্ট্র ও অন্য পাঁচটি দেশের উপগ্রহও রয়েছে। -টাইমস অফ ইন্ডিয়া
×