ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৪:২৪, ২ জানুয়ারি ২০১৮

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাংলামটরে গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মিরপুরে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে জান্নাতুল নেছা তাহা (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত জান্নাতুল আগারগাঁও সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ॥ একইদিন রাজধানীর বাংলামটরে গাড়ি চাপায় রেনু মিয়া (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা-সৈয়দপুর রুটে এবার চলবে রিজেন্ট এয়ারওয়েজ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অভ্যন্তরীণ রুটে ঢাকা-সৈয়দপুর-ঢাকা আকাশ পথে দিন দিন যাত্রীর সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন সকাল দুপুর ও বিকেলে ৭টি ফ্লাইট নিয়মিত চলাচল করছে। এদিকে আকাশ পথে যাত্রীর চাপ দিন দিন বৃদ্ধিতে এবার রিজেন্ট এয়ারওয়েজ আগামী ১১ জানুয়ারি হতে ঢাকা-সৈয়দপুর আকাশ পথে প্রতিদিন দুইটি ফ্লাইট চালু করতে যাচ্ছে। রিজেন্ট এয়ারওয়েজের ডেপুটি ডিরেক্টর (অপারেশন) এম এ মামদুদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নতুন ইংরেজী নববর্ষের দিন সোমবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছায়। চিঠিতে বলা হয়, নতুন বছরের উপহার হিসেবে ১১ জানুয়ারি থেকে সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ। এরই মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতিসম্পন্ন করা হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিতে ইউজিসি চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সোমবার শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। খবর বাসস। এ সময় গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. খন্দকার নাসিরউদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা শহীদ মাহমুদসহ ইউজিসি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
×