ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে ডিজিটাইজেশন কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ০৪:২৩, ২ জানুয়ারি ২০১৮

বিএসএমএমইউতে ডিজিটাইজেশন কার্যক্রম উদ্বোধন

ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আরেক ধাপ এগোলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে রোগীদের হালনাগাদের তথ্যসমূহ সংরক্ষণ করা, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাধাসমূহ দূরীকরণসহ বিভিন্ন সুবিধা সৃষ্টি সম্প্রসারিত হবে এবং বিশ^বিদ্যালয়ের পেপারলেস কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে রোগীরা অনলাইনের মাধ্যমে তাদের প্রয়োজনীয় তথ্যসমূহ পাবেন। এ বিশ^বিদ্যালয়ের সকল কার্যক্রম ডিজিটালাইজড করার লক্ষ্যে নতুন বছরের প্রথম দিন সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে ডাঃ মিল্টন হলে ক্যাম্পাস নেটওয়ার্ক ও স্থাপন কার্যক্রম উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। এতে সভাপতিত্ব করেন পরিচালক (আইটি) এ আর আজিমুল হক রায়হান। মেডিসিন অনুষদের রেসিডেন্সি কার্যক্রমের উপর সভা ॥ সোমবার বেলা ১১টায় ইপনার সেমিনার রুমে মেডিসিন অনুষদের রেসিডেন্সি কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন মেডিসিন অনুষদের কোর্স ডিরেক্টর অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান। সভায় রেসিডেন্টদের সিনিয়র শিক্ষকদের নীতি ও আদর্শ ফলো করার আহ্বান জানানো হয়। পাশাপাশি অধিকাংশ বিষয় নিজ নিজ বিভাগীয় পর্যায়ে সমাধানের জন্য ও রেসিডেন্টদের এ বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক সময়দানের মাধ্যমে রোগীদের সেবা নিশ্চিত করা ও নিজেদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। প্যাথলজি বিভাগের বর্ষবরণ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণাসহ সকল ক্ষেত্রে এগিয়ে নেয়ার জন্য সকল পরিকল্পনা সম্পন্ন হয়েছে। মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইংরেজি নববর্ষ ২০১৮-এর শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, বছরের প্রথম দিনটা অবশ্যই সুন্দরভাবে শুরু করতে হবে। লক্ষ্য স্থির করে সকল কিছু চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করতে হবে। সোমবার দুপুরে বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদ ভবনে প্যাথলজি বিভাগের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্যাথলজি বিভাগের চেয়ারম্যান ও নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডাঃ অসীম রঞ্জন বড়ুয়া। -বিজ্ঞপ্তি
×