ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীতে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৪:২১, ২ জানুয়ারি ২০১৮

ফেনীতে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১ জানুয়ারি ॥ র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন রাজু (২৫) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছে বলে র‌্যাব দাবি করেছে। র‌্যাব-৭ সিপিসি-১ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, সোমবার ভোরের দিকে ফেনী সদর থানার ধর্মপুর ঈদগার কাছে মাদক বিক্রেতারা জড়ো হয়ে মাদক পাচারের চেষ্টা করছিল এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব টহল দল সেখানে যায়। উপস্থিতি টের পেয়ে তারা র‌্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্ট গুলি চালায়। এ সময় বন্দুকযুদ্ধে একজন নিহত হয়। নিহতের কাছে পাওয়া যায় দুটি বিদেশী পিস্তল, একটি দেশী বন্দুক, ৭ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা। নিহতের নাম আনোয়ার হোসেন রাজু , সে ধর্মপুর গ্রামের জাহাঙ্গীরের পুত্র। তার নামে ধর্ষণ, ডাকাতি, অস্ত্র ও মাদকের ১০টি মামলা রয়েছে। মোহনগঞ্জে ডাকাত নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে জানান, ক্রসফায়ারে রিপুল নামের এক কুখ্যাত ডাকাত নিহত হয়েছে। রবিবার মধ্যরাতে পুলিশের সাথে গুলিবিনিময়কালে ওই ডাকাত নিহত হয়। মোহনগঞ্জ থানার ওসি বলেন, রবিবার বিকেলে ডাকাত রিপুলের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গাগলাজুর বাজারের নিকট থেকে গ্রেফতার করা হয়। পরে মধ্যরাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে গাগলাজুর নয়াপাড়ায় পৌঁছামাত্রই ডাকাত রিপুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে ডাকাত রিপুল পালানোর চেষ্টাকালে মাঝখানে পড়ে নিহত হয়। এ সময় তিন পুলিশ সদস্য এএসআই জহিরুল ইসলাম, এ,এসআই আফজাল হোসেন, কনস্টেবল তোফাজ্জল হোসেন আহত হয়। রিপুলের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ থানায় ১৯টি মামলা রয়েছে। অভিযানকালে ১টি গাটারগান, দুটি গুলি, ৩টি রামদা উদ্ধার করা হয়। হবিগঞ্জে মাদক বিক্রেতা নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় চুনারুঘাটের পল্লী দিমগুরউন্ডায় ইউনুছ আলী নামে সাবেক এক পৌর কাউন্সিলর নিহত এবং গুরুতর আহত হয়েছে থানার এসআই আতাউর রহমান, কনস্টেবল মনীন্দ্র চাকমা ও কনস্টেবল হামিদুল হক। এ সময় খলিল, কাউছার, উজ্জ্বল ও শামীম নামে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। নিহত কাউন্সিলর ইউনুছ মাদক বিক্রেতা। এছাড়া সে নানা ধরনের অপরাধের সঙ্গেও সম্পৃক্ত ছিল। রবিবার মধ্যরাত সোয়া ১২টার দিকে ওই গ্রামের কাউছারের বাড়িতে পুলিশ হানা দেয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ইউনুছসহ তার অপর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলে পড়ে। ফলে পুলিশও গুলি করলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন কাউন্সিলর ইউনুছ। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে তার মৃত্যু হয়।
×