ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় দুই মুরগির খামারে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৪:২১, ২ জানুয়ারি ২০১৮

পটিয়ায় দুই মুরগির খামারে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১ জানুয়ারি ॥ পটিয়ায় দুই মুরগির খামারে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চারা বটতল এলাকায় প্রদীপ সিংহের দুটি খামারে এ ঘটনা ঘটে। রাতেই পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে কিভাবে ঘটনা ঘটেছে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চারা বটতল এলাকায় প্রদীপ সিংহের দুটি মুরগির খামার রয়েছে। ওই খামার থেকে প্রদীপ সিংহ জীবিকা নির্বাহ করে থাকেন। রবিবার রাতে দুটি খামার হঠাৎ জ্বলতে দেখে খামারি প্রদীপের ভাতিজা রঞ্জিত সিংহ চিৎকার শুরু করেন। ওই সময় ঘটনাস্থল থেকে একজনকে দৌড়ে যেতে দেখেছেন। আগুনে ২টি খামারের মুরগিসহ সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামে কারখানা স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর পতেঙ্গা থানার ইপিজেড এলাকায় একটি কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেএ্যান্ডটি লজিস্টিকস লিমিটেডের ক্যানটিনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ইপিজেড ফায়ার স্টেশনের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। মীরসরাইয়ে তিন দোকান নিজস্ব সংবাদদাতা মীরসরাই থেকে জানান, অগ্নিকা-ে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুরে উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলো হলো- রাকিব ফার্নিচার, মোশাররফ স্টোর ও ইলিয়াছ স্টোর।
×