ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৪:২০, ২ জানুয়ারি ২০১৮

আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ২০১৮ সাল আওয়ামী লীগের জন্য নির্বাচনী বছর মন্তব্য করে দলের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নৌকার বিজয় ছাড়া অন্য কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গী দমন, পদ্মাসেতু নির্মাণসহ বিগত ৯ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। এখন দল গোছানোর সময়, নির্বাচনের জন্য প্রস্তুতি নেবার পালা। নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিজয়ী করতে হবে। তিনি সোমবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরসহ সিরাজগঞ্জ সদরের চার ইউনিয়নের দলীয় বর্ধিত সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেছেন। কাজীপুরে মোহাম্মদ নাসিমের বাসভবনের সামনে অনুষ্ঠিত এ বর্ধিত সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। সূচনা বক্তব্যে মোহাম্মদ নাসিম নির্বাচন নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে বলেছেন- ভারত আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই। অপরদিকে বিএনপি’র অবস্থান বিশ্লেষণ করে তিনি বলেছেন, তারা মুখে যাই বলুক, খালেদা জিয়াকে নির্বাচনে আসতেই হবে। তা না হলে তাদের দলের অস্তিত্ব থাকবে না। ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় মোখলেসুর রহমান (৪৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টায় ঢাকা-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেসুর রহমান স্থানীয় বানিয়াগাতী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক। তার বাড়ি কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামে।
×