ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুদি দোকানে সরকারী বই

প্রকাশিত: ০৪:২০, ২ জানুয়ারি ২০১৮

মুদি দোকানে সরকারী বই

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সদর উপজেলার কালিকাপুর এলাকার একটি মুদির দোকান থেকে বিনামূল্যে বিতরণের দেড় হাজার নতুন পাঠ্যবই উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় অবৈধভাবে বিনামূল্যের বই মজুদ করে রাখার অভিযোগে দোকানদার ইসরাফিলসহ ৪ জনকে আটক করা হয়। রবিবার রাতে এই অভিযান চালায় ডিবি পুলিশ। আটক দোকানদার কালিকাপুর এলাকার বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, সদর উপজেলাধীন কালিকাপুরে বিনামূল্যে বিতরণের সরকারী বই অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে বলে খবর পেয়ে ইসরাফিলের মুদি দোকানে অভিযান চালিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির এক হাজার ৫০০ নতুন বই উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক ইসরাফিলকে আটক করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান জানান, বইগুলো কালিকাপুর এলাকার প্রভাতসেনা মডেল স্কুলের জন্য অন্য একটি স্কুল থেকে সংগ্রহ করা হয়েছিল। প্রভাতসেনা মডেল স্কুলের পরিচালক আল আমিন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম রতন ও সহকারী প্রধান শিক্ষক সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে।
×