ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কম্বল বিতরণ

প্রকাশিত: ০৪:১৮, ২ জানুয়ারি ২০১৮

কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ নিজ উদ্যোগে ঈশ^রদী ও আটঘরিয়া উপজেলায় দরিদ্রদের মাঝে ১৪ হাজার কম্বল বিতরণ করেন। সোমবার সকাল ও রবিবার বিকেলে মন্ত্রী এসব কম্বল বিতরণ করেন।এর মধ্যে মন্ত্রী নিজ উদ্যোগে আটঘরিয়ায় শীতার্থদের মাঝে আড়াই হাজার কম্বল ও সরকারীভাবে আরও ২ হাজার ৪৩০টি কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ইউএনও নাছরিন আক্তার, পিআইও বজলুর রহমান ও আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরাম আলীসহ সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নববর্ষে নয়া সাজে শিশু ওয়ার্ড নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১ জানুয়ারি ॥ বর্ষপঞ্জির প্রথম দিনে ফরিদপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের চিকিৎসার ক্ষেত্রে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সন্ধানী মেডিক্যাল কলেজ ইউনিট। হাসপাতালের শিশু ওয়ার্ডের দ্বিতীয় ও তৃতীয় তলার দেয়ালগুলোতে লিখেছে তারা বিভিন্ন বাণী সংবলিত লেখা ও রং করেছে শিশুতোষ ছবি ও কার্টুন। ছাদের নিচে ঝুলিয়ে দিয়েছে নানা ধরনের খেলনা। যা কোমলমতি শিশুদের আকর্ষণ করে। নতুন বছরের প্রথম দিন সোমবার মেডিক্যাল কলেজ শিশু ওয়ার্ডে এ ব্যতিক্রমী কর্মকা-ের উদ্বোধন করেন ফরিদপুর মেডিক্যাল কলেজ অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে শিশু বিভাগের প্রধান অলোক কুমার সাহা, ডাঃ মোঃ কামরুল হাসান, ডাঃ শীলা রানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
×