ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঠ্যপুস্তক বিতরণ

স্কুলে স্কুলে উচ্ছ্বসিত শিক্ষার্থী

প্রকাশিত: ০৪:১৮, ২ জানুয়ারি ২০১৮

স্কুলে স্কুলে উচ্ছ্বসিত শিক্ষার্থী

জনকণ্ঠ ডেস্ক ॥ বছরের প্রথম দিন সোমবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। এ উপলক্ষে বই উৎসবের আয়োজন করে স্থানীয় প্রশাসন। বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে পড়ে শিক্ষার্থীরা। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম বছরের প্রথম দিন সোমবার নগরী ও জেলার স্কুলে স্কুলে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন বছরে সরকারের পক্ষ থেকে বই উপহার কোমলমতি শিক্ষার্থীদের হাতে। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা। চাররঙা বই হাতে নিয়ে শিশুদের আনন্দ যেন আর ধরে না। প্রতিটি স্কুলেই বিতরণ করা হয়েছে নতুন ক্লাসের পাঠ্যবই। বিশেষ এই দিনটিতে বরাবরের মতো এবারও পালিত হয়েছে ‘বই উৎসব’। নগরীর প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসবের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান। আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। খুলনা সোমবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে ‘পাঠ্যপুস্তক উৎসব ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর এটিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পাঠ্যপুস্তক উৎসবে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান এবং খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। রাজশাহী সোমবার সকালে রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক নাসিমা খাতুন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ও পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের সভাপতি ড. শরমিন ফেরদৌস চৌধুরী। বই বিতরণ শেষে ওই স্কুলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ-গান-গম্ভীরার মাধ্যমে উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। বরিশাল সোমবার সকালে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আগৈলঝাড়া উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন। নগরীর সরকারী জিলা স্কুলে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। দি বরিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি ও জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। হলিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বরিশাল সদর সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ ও বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক বই উৎসবের উদ্বোধন করেছেন। জেলা শহরের বাইরে সবচেয়ে বড় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। দুটি প্রতিষ্ঠানে বই উৎসবের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা বই উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণ করে নতুন বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সোমবার সকালে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র নায়ার কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক প্রমুখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। সিরাজগঞ্জ সিরাজগঞ্জে একযোগে জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে। জেলায় প্রায় ৫০ লাখ শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়েছে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং সততা স্টোরের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক সাজেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আসম আরিফ জিন্নাহ, নুরুল হক নুরু, জাহিদ হাসান শান্ত প্রমুখ। বাগেরহাট সোমবার জেলার সব উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। সকালে বাগেরহাট শহরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধন করেন, সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন। এছাড়া জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। পিটি আইটি সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দার। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শাহীন হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফ হোসেন, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন হাওলাদার, দীপক কুমার বিশ্বাস প্রমুখ। নীলফামারী শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই সেøাগানকে সামনে রেখে নীলফামারী জেলাজুড়ে সরকারের দেয়া বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণের বই উৎসব পালিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। এছাড়া ডোমার ও ডিমলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে ঘুরে বই বিতরণ করেন সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জলঢাকা ও কিশোরীগঞ্জ উপজেলায় আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাপ মোস্তফা, সৈয়দপুরে সংসদ সদস্য শওকত চৌধুরী। এছাড়া জেলা সদরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বই বিতরণে অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। বগুড়া বগুড়ায় শিক্ষার্থীদের নতুন বই পাওয়ার উচ্ছ্বসিত আনন্দের মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে বই বিতরণের বই উৎসব হয়েছে। সোমবার সকালে শহরের বগুড়ায় ঠনঠনিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী। এ সময় জেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তারসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া নুরুন আলানুর ফাজিল মাদ্রাসা এবং সিটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তরা। কক্সবাজার শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এ প্রতিপাদ্যে সারাদেশের মতো কক্সবাজার সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় এবং সদর শাপলাকুঁড়ি কচিকাঁচা ও হাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। প্রথমে এ উপলক্ষে সোমবার সকালে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুক্রমে নতুন বছর শুরুতে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে উৎসবের মাধ্যমে বই তুলে দেয়া হচ্ছে। এই বই বিতরণের বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচিত ও প্রশংসিত। নতুন বছর মানেই নতুন ক্লাস, নতুন পড়াশোনা, নতুন উত্তেজনা। আর সে পড়াশোনা যদি হয় ছাপাখানার গন্ধমাখা নতুন ঝকঝকে বই দিয়ে তাহলে তো কথাই নেই। দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সেই আনন্দ দিতেই স্কুলে স্কুলে অনুষ্ঠিত হচ্ছে ‘বই উৎসব।’ এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। প্রধান শিক্ষক রামমোহন সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছালেহ উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক। নেত্রকোনা সোমবার জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া হয়েছে। এ উপলক্ষে প্রতিটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। সকাল ১০টায় জেলা শহরের আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ে এবং বেলা ১১টায় নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোঃ ওয়ালিউল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম রিয়াজউদ্দিন আহমেদ, আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সাহা এবং নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রায় প্রমুখ। নওগাঁ সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের চকএনায়েত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের বই বিতরণ এবং দুপুর সাড়ে ১২টায় জেলা স্কুল, বেলা ২টায় কে ডি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক স্তরের বই বিতরণ করা হয়। নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এসব বই বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদরুজ্জেহা, জেলা শিক্ষা অফিসার এস এম মুসলিম উদ্দিন, সহকারী জেলা শিক্ষা অফিসার নীলিমা আকতার জাহান এবং চকএনায়েত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মোঃ বখতিয়ার ইনাম ববিন বক্তব্য রাখেন। মাগুরা জেলার সকল মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব অনুষ্টিত হয় । জেলা প্রশাসক আতিকুর রহমান শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে উদ্বোধন করেন। মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা আরজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাসির বাবলু। বক্তব্য রাখেন অভিভাবক সোহেলী শাহনাজ স্বপ্না। জামালপুর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণের মধ্যে দিয়ে সোমবার জামালপুর জেলায় বই উৎসব উদযাপিত হয়েছে। জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি জামালপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম হীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। চাঁদপুর জেলার ৮ উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬ লাখ ৩৪ হাজার ৪শ’ ৩৬ বই বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা সদরের ১০ প্রাথমিক বিদ্যালয় বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সবুর ম-ল। ‘শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ শ্লোগানে বই বিতরণ উৎসবের আয়োজন করে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর ম-ল। ভোলা সোমবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বই উৎসবের উদ্বোধন করেন, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে ফুলসহ নতুন বছরের প্রথম দিন বই তুলে দেন।এ ছাড়াও সোমবার সকাল ১০টায় ভোলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন ভোলা জেলা প্রশাসক সেলিম উদ্দিন। এরপর ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের পৃথক বই বিতরণ উৎসবের মধ্য দিয়ে ছাত্রদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। বিনা মূল্যের নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে উঠেন। ঝালকাঠি শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি সোমবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠির সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ করেন। জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে, শিক্ষার্থী ইকরামুল হক চয়ন, চৈতি বাপ্পি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সরদার শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সাইদুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সকালে রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং রাঙ্গামাটি বনরুপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেছেন। বই উৎসবের দুটি স্কুলে জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আলী রাঙ্গামাটির সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাহেদ চৌধুরীসহ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গভর্নিং বোর্ডের সভাপতি সদস্যরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেছেন। রংপুর সোমবার রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক ড. একেএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোস্তাক হাবিব, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান বক্তব্য দেন। এদিকে, রংপুরে সফররত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি গঙ্গাচড়ার মডেল স্কুলে পুস্তক উৎসবের উদ্বোধন করেন। ফরিদপুর সোমবার ফরিদপুরে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে বেলা ১০টার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন প্রাঙ্গণে বই উৎসবের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র ম-ল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিব পদ দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া, আব্দুল আজিজ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস, কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। পাবনা সোমবার সকালে জেলা স্কুল প্রাঙ্গণে ছাত্রদের মাঝে বই বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জসীমউদ্দিন। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) এবিএস ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা শিক্ষা অফিসার মোঃ নাসিরুদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার কায়ছারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম। সভাপতিত্ব করেন পাবনা জেলাস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন। মুন্সীগঞ্জ সোমবার দিনভর লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলায় বিভিন্ন শিক্ষালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। এসব অনুষ্ঠানে তার সাথে আরও ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, টঙ্গীবাড়ি উপজেলার ভাইস চেয়াপরম্যান এমিলি পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লৌহজং তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও কনকসার আওয়ামী লীগের সভাপতি মনির মাস্টার প্রমুখ। টঙ্গীবাড়ির সোনারং উচ্চ বিদ্যালয়, টঙ্গীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয়, আড়িয়ালয় স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়, লৌহজং উপজেলার কাজির পাগলা এটি ইনস্টিটিউট, কলাম লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়, হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় ও লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়সহ দুই উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন তিনি। ময়মনসিংহ নতুন বছরের প্রথম দিন সোমবার সকালে উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। দুপুরে জেলা স্কুল মাঠে আয়োজিত বিভাগীয় পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ৫টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৭ লক্ষাধিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার লক্ষে নতুন বছরের প্রথম দিনেই বই বিতরণের কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে উৎসবের মধ্য দিয়ে বিনামূল্যে বই বিতরণ করা হয়। সোমবার দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও জেলা লেডিস ক্লাবের সভাপতি নাজমুন নাহার। স্কুলের প্রধান শিক্ষক আবদুল বারীর সভাপতিত্বে বই উৎসবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রেজাউল বারী, নেজারত ডেপুটি কালেক্টর জ্যোতি বিকাশ। গাইবান্ধা গাইবান্ধায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার বই উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা সদরের মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার প্রমুখ। জয়পুরহাট শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের মধ্য দিয়ে জয়পুরহাটের প্রাথমিক, মাদ্রাসা, হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রামদের বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ে সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল এ্যান্ড কলেজের বই উৎসব ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা আমির হোসেনের সভাপতিত্বে উপজেলার ভুলতা এলাকার ভুলতা স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভুইয়া, ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম, স্কুলের অধ্যক্ষ আব্দুল আওয়াল মোল্লা প্রমুখ। ঈশ্বরদী সোমবার সকালে এসএম স্কুল এ্যান্ড কলেজে বাই উৎসবের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। এ সময় উপজেলা চেয়ারম্যারন মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, অধ্যক্ষ আইনুল ইসলাম, শিক্ষা অফিসার কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন। আমতলী বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জিএম দেলওয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরোয়ার হোসেন, পৌর মেয়র মতিয়ার রহমান ও ভাইস চেয়ারম্যান মজিবুরু রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন খান ও প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান প্রমুখ। শাহজাদপুর শাহজাদপুর ইব্রাহিম মডেল প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। সোমবার সকাল ৯ টায় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের মোল্লা, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক ও প্রধান শিক্ষক ময়নুল ইসলাম প্রমুখ। কালকিনি মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের উদ্যোগে সোমবার সকালে কলেজ চত্বরে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার মোট ৩১৮টি সরকারী- বেসরকারী স্কুল ও মাদ্রাসার প্রায় ৫০ হাজার শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, ভাইস চেয়ারম্যান দোদুল কাজী, আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, মেয়র এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। কলাপাড়া কলাপাড়ায় প্রাথমিক পর্যায়ের ১৯৭টি বিদ্যালয়ের ৩৪ হাজার ৩০০ শিশু শিক্ষার্থীকে একযোগে সোমবার সকালে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব হয়েছে। মঙ্গলসুখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় অঙ্গনে আনুষ্ঠানিক বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ তানভীর রহমান। এছাড়া মাধ্যমিক পর্যায়ের ৩৩টি বিদ্যালয়, ২৭টি মাদ্রাসা এবং ৬২টি ইবতেদায়ী মাদ্রাসায় একই দিনে বই বিতরণ করা হয়। বাউফল বাউফলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ২শ’৫৫টি প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২ লাখ ২ হাজার ৪শ’ ৪০ পিস বই বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসাররা (ক্লাস্টার ভিত্তিক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন। গলাচিপা সোমবার পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৬ লাখ ৫৪ হাজার বই বিতরণের মধ্যে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান, উপজেলার ৮০টি মাধ্যমিক বিদ্যালয়ের ২২ হাজার ৪শ’ শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৫ হাজার, দাখিল মাদ্রাসায় ১ লাখ ১২ হাজার ৭৫০, এবতেদায়ী মাদ্রাসায় ৩২ হাজার ৮ শ’ ও ভকেশনাল ৮ হাজার ৪ শ’ সর্বমোট ৪ লাখ ৭৮ হাজার ৯৫০টি বই বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ শিক্ষার্থীদের মাঝে সরকারী বই বিতরণ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী। সোমবার সকালে আমবাগিচা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান, দক্ষিণ থানার সহকারী কমিশনার রাকিব হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন প্রমুখ। মির্জাপুর সোমবার সকাল সাড়ে আটটায় সদরের আলহাজ শফিউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন আলহাজ একাব্বর হোসেন এমপি। এরপর তিনি দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুষ্টকামুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরিষাদাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অন্যদিকে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। কেশবপুর কেশবপুর পাবলিক মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে নতুন বই বিতরণ উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম ও শিক্ষা অফিসার আকবার হোসেন। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেন, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক প্রমুখ।
×