ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসপাতালে শুয়ে স্কুল চালানো

প্রকাশিত: ০৪:০২, ২ জানুয়ারি ২০১৮

হাসপাতালে শুয়ে স্কুল চালানো

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের ন্যাশনাল পাবলিক স্কুলের প্রিন্সিপাল উমাদেবী (৬৪) গত দশ বছর ধরে হাসপাতালের বেডে শুয়ে তার স্কুল চালাচ্ছেন। পক্ষাঘাতে পুরো শরীর অসাড় হয়ে গেছে। তবে মাথা ও হাত স্বাভাবিক থাকায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেন। পক্ষাঘাত শরীরকে অসাড় করে দিলেও মনের জোরে তিনি তার কাজ করে যাচ্ছেন। -এনডিটিভি যখন জমে যায় নায়াগ্রা... কানাডা ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত। তিনটি বিশাল আকারের জলপ্রপাত মিলে সৃষ্টি হয়েছে এর। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতেই পর্যটকরা সেখানে ভিড় করেন। সারাবছরই তাদের সমারোহে মুখর হয়ে ওঠে এলাকাটি। কেননা বছরের অন্যান্য সময় জলের ধারা অব্যাহত থাকলেও শীতের সময় তা একেবারে জমে যায়। বরফের নানা ভাস্কর্য তৈরি হয় তখন। যা দেখার মত। এ জন্য শীতের সময় পর্যটকদের ভিড় একটু বেশিই হয়ে থাকে। -ওয়াশিংটন পোস্ট
×