ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোস্টারিকায় বিমান দুর্ঘটনায় নিহত ১২

প্রকাশিত: ০৪:০২, ২ জানুয়ারি ২০১৮

কোস্টারিকায় বিমান দুর্ঘটনায় নিহত ১২

কোস্টারিকার জনপ্রিয় এক সমুদ্র সৈকতের অদূরে পার্বত্য এলাকার বনে রবিবার বিমান বিধ্বস্ত হযে দশ মার্কিন নাগরিকসহ ১২জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দু’জন স্থানীয় পাইলট বলে জানিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির। রাজধানী সান হোসে থেকে প্রায় দুই শ’ ৩০ কিলোমিটার পশ্চিমে গুয়ানাকাস্তে প্রদেশের সৈকত পুন্তা ইসলিতার অদূরে দুর্ঘটনাটি ঘটেছে। সিভিল এভিয়েশন এজেন্সির পরিচালক এনিয়ো কুবিল্লো জানিয়েছেন, স্থানীয় কোম্পানি নেচার এয়ারের সেসনা ২০৮বি গ্রান্ড ক্যারাভান বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার কোন কারণ নির্ণয় করতে পারেনি এজেন্সির কর্মকর্তারা। একমাস আগের একটি নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেয়া হয়েছিল।
×