ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে দূতকে ডেকে পাঠিয়েছে ফিলিস্তিন

প্রকাশিত: ০৪:০১, ২ জানুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্র থেকে দূতকে ডেকে পাঠিয়েছে ফিলিস্তিন

যুক্তরাষ্ট্রে নিয়োজিত প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের (পিএলও) দূতকে ডেকে পাঠিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তাকে আলোচনার জন্য ডাকা হয়েছে বলে রবিবার ঘোষণা দেয়া হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি পিএলও দূত হুসাম জমলোতকে ফিরিয়ে নিচ্ছেন বলে ফিলিস্তিনী বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে। আলোচনার জন্য দূতকে ফিরিয়ে নেয়া হচ্ছে জানিয়ে মালিকি বলেন, ফিলিস্তিনের নেতারা আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আলোচনায় বসবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কয়েক সপ্তাহের মধ্যে ফিলিস্তিন সরকার এ পদক্ষেপ নিল। ট্রাম্পের এ সিদ্ধান্তের পর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের আর কোন প্রস্তাব মানা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
×