ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুতিনের বিরুদ্ধে লড়বেন যে মুসলিম নারী

প্রকাশিত: ১৭:৫০, ১ জানুয়ারি ২০১৮

পুতিনের বিরুদ্ধে লড়বেন যে মুসলিম নারী

অনলাইন ডেস্ক ॥ দাগেস্তানের আইনা গামজাতোভা (৪৬) ২০১৮ সালের মার্চে রাশিয়ার নির্বাচনে পুতিনের বিপক্ষে লড়ার ঘোষণা দিয়েছেন। দাগেস্তানের রাজধানী মাখাচকালাতে তার সমর্থকরা শনিবার জড়ো হয়ে এই বিষয়ে উল্লাস প্রকাশ করে। এর দুদিন আগে তিনি এক ফেসবুক পোস্টে পুতিনের বিরুদ্ধে তার নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন। গামজাতোভা রাশিয়ার সবচেয়ে বড় মিডিয়া হোল্ডিং ইসলাম ডট আরইউ এর প্রধান। এই গণমাধ্যম গ্রুপের অধীনে আছে টেলিভিশন, রেডিও এবং প্রিন্ট পত্রিকা। তিনি ইসলাম বিষয়ে বই লেখেন এবং একটি দাতব্য প্রতিষ্ঠান চালান। তার স্বামী দাগেস্তানের মুফতি। রাশিয়ার একটি সংঘাত জর্জরিত প্রদেশ দাগেস্তান। যেখানে নানা গোষ্ঠীর যোদ্ধা, গোত্র এবং ফেডারেল বাহিনীগুলোর মধ্যে সংঘর্ষে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। গামজাতোভা একটি সুফি ঘরানার সদস্য, যার হাজার হাজার অনুসারি রয়েছে। ওই সুফি ঘরানার নেতা সাইদ-আফানদি চিরকাভি। যিনি ২০১২ সালে এক নারী আত্মঘাতির হামলায় নিহত হয়েছেন। গাজমাতোভার প্রথম স্বামী মুসলিম নেতা সাইদ মোহাম্মদ আবু বাকারভ ১৯৯৮ সালে তার গাড়িতে এক বোমা হামলায় মারা যান। এর জন্য ‘ওহাবী’ ঘরানার মুসলিমদেরকে দায়ী করেন গাজমাতোভা। ওই সুফি ঘরানার আরো অনেকেই চরমপন্থীদের হামলায় নিহত হয়েছেন। রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের মধ্যে গাজমাতোভার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন চলছে আলোচনার ঝড়। অনেকেই তাকে রাশিয়ার মুসলিম নারীদের অগ্রগতির প্রতীক হিসেবে বিবেচনা করেন। তবে কট্টরপন্থীরাও স্বভাবসুলভ ভাবে হুমকি দিচ্ছে স্বামীর ঘর ছেড়ে বের হওয়া উচিত নয় তার। রাশিয়ার ১৪ কোটি জনসংখ্যার ২ কোটি মুসলিমও যদি তাকে ভোট দেয় তাহলেও হয়তো তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে তার এই লড়াই দেশটির মুসলিম নারীদের এগিয়ে চলার পাথেয় হয়ে থাকবেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
×