ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামীপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রকাশিত: ০৬:২৪, ১ জানুয়ারি ২০১৮

আওয়ামীপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী শরীফ-মোতাহার প্যানেল। রবিবার ভোর ৫টায় নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক নির্বাচনের ফল ঘোষণা করেন। মোট ২৫ আসনের বিপরীতে নির্বাচনে সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবির ও জাকসুর সাবেক ভিপি মোতাহার হোসেন মোল্লার নেতৃত্বে আওয়ামীপন্থী গ্র্যাজুয়েটদের প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ ১৮ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে বিএনপিপন্থী গ্র্যাজুয়েটদের জাতীয়তাবাদী প্যানেল পেয়েছে ছয় আসন। ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নিয়ে গঠিত গ্র্যাজুয়েটদের অপর অংশ ‘বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্র্যাজুয়েট মঞ্চ’ থেকে নির্বাচিত হয়েছেন মাত্র একজন। এদিকে নির্বাচনে অংশ নেয়া ৪৪ জন স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে কেউ নির্বাচিত হননি। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ এবং সমাজবিজ্ঞান ভবনের দুইটি কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত চলে ভোট গ্রহণ। ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ প্যানেল থেকে নির্বাচিতরা হয়েছেনÑ কে এইচ মাহিদ উদ্দিন, কায়কোবাদ হোসাইন, শরীফ এনামুল কবীর, ড. মোহাম্মদ আলমগীর কবীর, সোহেল পারভেজ, আশীষ কুমার মজুমদার, শামীমা সুলতানা ঝর্ণা, কৃষ্ণা গায়েন, পৃথ্বিলা নাজনীন নীলিমা, মহব্বত হোসেন খান, শেখ মনোয়ার হোসেন, মোঃ মোতাহার হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ মেহেদী জামিল, এবায়দুল্লাহ তালুকদার, ইন্দু প্রভা দাস, মাসুদুর রহমান ও আনোয়ার হোসেন মৃধা। বিএনপিপন্থী প্যানেল থেকে ড. মোহাম্মদ কামরুল আহসান, শিহাব উদ্দিন খান, শামীমা সুলতানা, শামসুল আলম সেলিম, সাবিনা ইয়াসমিন, ড. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আওয়ামীপন্থী অপর প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্র্যাজুয়েট মঞ্চ’ থেকে আবদুল মান্নান চৌধুরী নির্বাচিত হয়েছে।
×