ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নওগাঁয় মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবি

প্রকাশিত: ০৬:২৩, ১ জানুয়ারি ২০১৮

নওগাঁয় মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩১ ডিসেম্বর ॥ শহরের বরুনকান্দিতে চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় স্বপ্ন ছোঁয়া র‌্যাফেল ড্র নামে বিশেষ জুয়া বন্ধের দাবীতে রবিবার বিকেলে শহরের ব্রিজের মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগ আয়োজিত এই প্রতিবাদ সভায় একাত্মতা ঘোষণা করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, জেলা সিএনজি মালিক সমিতি, বিভিন্ন ব্যবসায়ীসহ সচেতনমহল বক্তব্য রেখেছে। পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি নাজমুল হক মন্টু, শহীদুর রহমান শহীদ, মোফাজ্জল হোসেন মন্টু, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান বাবলু প্রমুখ। বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে বিতর্কিত করে তুলতেই একটি সুযোগ সন্ধানীমহল মরিয়া হয়ে উঠেছে। তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে মেলায় র‌্যাফেল ড্র নামে জুয়ার ফাঁদে ফেলে জেলার সহজ-সরল মানুষকে সর্বস্বান্ত করছে। বরুনকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গা ঘেঁষে বসানো হয়েছে মেলা। ইতোমধ্যেই শিশুদের হাতে নতুন বই তুলে দিতে সরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নতুন বই হাতে নিয়ে শিশুরা স্কুলের পাশে মেলায় প্রবেশ করবে অনায়াসেই। বিষয়টি অভিভাবক ও শিক্ষকদের ভাবিয়ে তুলেছে। সভায় নওগাঁ শহরসহ সকল উপজেলায় চলমান মেলাগুলোতে অবৈধ লটারি ও পুতুল নাচের নামে নারী দেহের নগ্ন নাচসহ সকল অসামাজিক কার্যক্রম বন্ধের দাবী জানানো হয়েছে।
×