ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৌকা প্রতীককে আবার বিজয়ী করতে হবে ॥ গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৩, ১ জানুয়ারি ২০১৮

নৌকা প্রতীককে আবার বিজয়ী করতে হবে ॥ গণপূর্তমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ দেশের উন্নয়নের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে সজাগ রয়েছেন। সে স্বাধীনতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে আবার বিজয় করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে। শনিবার মীরসরাইয়ের মিঠাছড়া মহামায়া মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তর কুমার শর্মার সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অর্ণিবান চৌধুরী রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্যামল কুমার , জসীম উদ্দীন, জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রদীপ চক্রবর্তী, কালু কুমার দে, হরি সধান শর্মা প্রমুখ।
×