ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

শিশু ও ছাত্রসহ নিহত ১৪

প্রকাশিত: ০৬:২২, ১ জানুয়ারি ২০১৮

শিশু ও ছাত্রসহ নিহত ১৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালকসহ পাঁচজন নিহত হয়েছে। অন্যত্র শিশু ও ছাত্রসহ মারা গেছে ৮ জন। শনি ও রবিবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুরে রবিবার বেলা ১১টায় বাঘাবাড়ি ওয়েল ডিপোর পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ পাঁচজন নিহত হয়েছে। নিহতরা হলো, সিএনজি চালক সাঁথিয়া উপজেলার সরিষা ভিটা পাড়া গ্রামের মোঃ শামিম (৪৫), একই উপজেলার পু-ুরিয়া গ্রামের মজিবর সরকারের ছেলে সিরাজুল ইসলাম (২৮) ও তার স্ত্রী আরিফা বেগম (২৫), ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক (৪২) ও শাহজাদপুর উপজেলার সোনাতনি ইউনিয়নের ছোট চাঁনতারা গ্রামের খুরজুস মোল্লার ছেলে তহিদুল ইসলাম তোতা (২৫)। শাহজাদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া জানান, বেলা ১১টার দিকে পাবনা থেকে ঢাকাগামী ঈশা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস রেষারেষি করে যাওয়ার সময় বাঘাবাড়ী বড়াল ব্রিজের উত্তর পাড় ওয়েলডিপোর সামনে বাঘাবাড়ী থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিকে চাপা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আহত চালকসহ যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে। ঘটনাস্থলেই ৩ জন ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও ২ জন মারা যায়। চট্টগ্রাম ॥ নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার সড়ক এলাকা ও ইপিজেড থানার নেভি একনম্বর বি ব্লকে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন সিএনজি আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হালিশহর থানার ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকার মোঃ শরীফ (৩০), পটিয়ার ওমর ফারুক দিহান (২৫) ও পতেঙ্গার কাঠগড়ের মোঃ রফিক (৫০)। পুলিশ ও মেডিক্যাল টিম সূত্র জানায়, ট্রাকের ধাক্কায় এসব সিএনজি আরোহী নিহত হয়েছেন। এক কিলোমিটার সড়ক এলাকায় পণ্য বোঝাই একটি ট্রাক সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে শরীফ ও ওমর ফারুক প্রাণ হারান। অপর দুর্ঘটনাটি ঘটে ইপিজেড এলাকায়। একটি ট্রাক যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে রফিক প্রাণ হারান। ময়মনসিংহ ॥ নান্দাইলে অটোবাইকের নিচে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টায় দেওয়ানগঞ্জ-মধুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র কামাল মিয়া (৮) বেতাগৈর গ্রামের মাহফুল মিয়ার ছেলে ও বেতাগৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণী ছাত্র। মেহেরপুর ॥ মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৮ম শ্রেণীর ছাত্র ওয়াহেদ আলীর। রবিবার সকাল ১০টার দিকে রাজাপুর গ্রামের চঞ্চলের ইটভাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সকালে হরিরামপুর গ্রামে নানির বাড়ি থেকে মাছ নিয়ে একটি সাইকেলযোগে বাড়ি উদ্দেশে রওনা দেয় ওয়াহেদ। রাজাপুর গ্রামের চঞ্চলের ইটভাঁটির কাছে পৌঁছলে পেছন থেকে একটি ইটভাঁটির মাটি বহনকারী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। কক্সবাজার ॥ চকরিয়ার খুটাখালীতে বাসের ধাক্কায় নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার সকালে খুটাখালী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী খুটাখালী পূর্ব নয়া পাড়ার মরহুম হাজী মোজাহের আহমদের পুত্র। পটুয়াখালী ॥ দশমিনা উপজেলার নলখোলা বাজারের দক্ষিণ পাশে বশার সিকদার বাড়ির সামনে উপজেলার দিক যাওয়া মালবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের যাত্রী মোঃ সোহেল চৌকিদার (২২) নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। সোহেলকে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় মসলেম উদ্দিন (৬৫) নামে নাসির টোব্যাকোর নৈশপ্রহরী নিহত হয়েছেন। রবিবার সকাল সোয়া ৬টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গার নাসির টোব্যাকোর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মসলেম উদ্দিন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার কাজী হাটা এলাকার মৃত আজের উদ্দিনের ছেলে। বরিশাল ॥ বার্ষিক পরীক্ষার ফল নিয়ে বাসায় ফেরার পথে রবিবার মোটরসাইকেল চাপায় নগরীর উত্তর কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তানভীর (১০) নামের একটি শিশু নিহত হয়েছে।
×