ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ ৩ পুলিশ আহত

প্রকাশিত: ০৬:২০, ১ জানুয়ারি ২০১৮

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত ॥ ৩ পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা- ৩১ ডিসেম্বর ॥ চান্দিনায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শামীম নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছে। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন ছয়ঘড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- কুমিল্লা ডিবি পুলিশের এসআই হুমায়ূন, কনস্টেবল দেলোয়ার ও কামাল । পুলিশ জানায়, মহাসড়কসহ বিভিন্ন এলাকায় শনিবার টহল দিতে রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় পৌঁছামাত্র ডিবি পুলিশের মাইক্রোবাসে রড ছুড়ে মারে ডাকাতদল। পুলিশ ডাকাতদলকে ধাওয়া করলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও ৪৪ রাউন্ড পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে এক ডাকাত, তিন পুলিশ সদস্যকে আহতাবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাকাত শামীমকে (৩১) মৃত ঘোষণা করেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি চাপাতি, দুইটি রড ও একটি রাম দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
×