ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চার শ’ বছরের বটগাছ ॥ বিস্তৃত এক একর জুড়ে

প্রকাশিত: ০৬:১৯, ১ জানুয়ারি ২০১৮

চার শ’ বছরের বটগাছ ॥ বিস্তৃত এক একর জুড়ে

মীর আব্দুল আলীম, রূপগঞ্জ ॥ ইতিহাস-ঐতিহ্য খুঁজে নিশ্চিত হওয়া গেছে কালীগঞ্জের মল্লিকপুরের এশিয়ার বৃহত্তম প্রাচীন বটগাছের পর হয়তো দ্বিতীয় স্থানে রয়েছে রূপগঞ্জের হিরনালের বটগাছ। বটগাছটি বর্তমানে এক একর জমি জুড়ে বিদ্যমান। গাছটির বয়স কারও মতে ৪০০ বছর। আবার কারও মতে, ৫০০ বছরের উপরে। কুলাদি মৌজায় অবস্থিত এ গাছটি হিরনাল বাগবাড়ী বটগাছ নামে বিশেষভাবে পরিচিত। স্থানীয়দের মতে, গাছটি ৪০০ বছরের পুরনো। রাস্তার ধারে ডাল-পাতায় পরিপূর্ণ গাছটি জনবিরল স্থানে পথিকের বিশ্রামের আশ্রয়স্থল। বটগাছটি একের পর এক ঝুরি নামিয়ে বিরাট আকার ধারণ করেছে। এ স্থানটির মালিক ছিলেন ৩৬০ আউলিয়াদের একজন আল-হাদী (রঃ)। আল-হাদী ছিলেন মিরপুরের শাহ আলী (রঃ) বড় ভাই। জনশ্রুতি রয়েছে, প্রায় ৫০০ বছর আগে আল-হাদী (রঃ) এলাকায় বসবাস করেছিলেন। তিনি মারা যাওয়ার পর এটা খাস হয়ে যায়। পূর্বে তিথি অনুযায়ী এখানে পাঠা বলি হতো। এ গাছের নিচে একটি স্থায়ী কালীপূজার আসন স্থাপিত হয়েছে। এখনও মানুষ এখানে মানত করে। তবে এখনও পর্যন্ত কারও নজরে আসেনি। কথিত আছে, তৎকালীন জমিদার রামরতন ব্যানার্জি হাতির শূঁড় দিয়ে বটগাছটি টেনে নেয়ার চেষ্টা করেন। কিন্তু পারেননি। বটগাছটির নিচে কথা হয় জসিম সরকারের সঙ্গে। তিনি বলেন, বাপ-দাদাগো মুখে হুনতাম এই বটগাছের কথা। তার মতে, গাছটির বয়স ৫০০ বছরের উপরে। তবে গায়ের সবচেয়ে বয়োবৃদ্ধ পঁচানব্বই বছর বয়সের নাসির ফকিরের মতে, গাছটির বয়স সাড়ে ৩০০ বছরের উপরে। তিনি বলেন, আমার বাবা মজিবুর রহমান ওরফে ঠা-ু ফকিরই বেঁচে গেছেন ১০০ বছর। আমার বাবায় কইতো দাদায়ও এই গাছটা এমন দেখছে। হিরনাল বাগবাড়ি এলাকার পঞ্চাশোর্ধ রাবিয়া বেগম বলেন, বাজান আমরা ছোট বেলা থেইক্যা এই বটগাছটা দেইহ্যা আইতাছি। অনেক মানুষ এহানে আয়ে। মানত করে। একবার গাছটার মদ্যে আগুন লাগছিল।
×