ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পা দিয়ে লিখে পিইসি পরীক্ষায় সাফল্য

প্রকাশিত: ০৬:১৯, ১ জানুয়ারি ২০১৮

পা দিয়ে লিখে পিইসি পরীক্ষায় সাফল্য

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩১ ডিসেম্বর ॥ শারীরিক প্রতিবন্ধী পলি রানী স্বপ্ন জয়ে পা দিয়ে লিখে পিইসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। সে শারীরিক অক্ষমতাকে হার মানিয়ে গদাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়া লেখা করে এবছর পিইসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৫৮ পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে। ফলাফল প্রকাশের পর তার অনুভূতি জানতে চাওয়া হলে সে জানায়, আমি এ ফলাফলে বেশ খুশি। আমার কঠোর পরিশ্রমের ফল আমি পেয়েছি। সে আরও জানায়, তার দুই হাত ও দুই পা-ই অচল। জন্মগতভাবেই তার এ অবস্থা। বাড়িতে সে প্রথমে মায়ের সাহায্যে পা দিয়ে কলম ধরা শেখে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে লিখতে শেখে। একদিন মা-বাবাকে বলে স্কুলে যাওয়ার কথা। এরপর বাবা তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। পা দিয়ে লিখে সে প্রথম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত সফলভাবে পাস করে এবছর পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এক সময়ে অনেকে বলেছে পলির লেখাপড়া অসম্ভব, পলি সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। তার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামে। তার পিতা মনোরঞ্জন চন্দ্র খুদে কাপড় ব্যবসায়ী ছিলেন ও মা রুপালী রানী গৃহিণী। তাদের ৬ ভাই বোনের মধ্যে সে সবার ছোট। ২০১৪ সালে তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান।
×