ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবিতে শিক্ষক নিয়োগে আবেদনের যোগ্যতা কমছে

প্রকাশিত: ০৬:১৯, ১ জানুয়ারি ২০১৮

রাবিতে শিক্ষক নিয়োগে আবেদনের যোগ্যতা কমছে

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রভাষক পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা কমিয়ে নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৭৫তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন নীতিমালায় আবেদনের ক্ষেত্রে স্নাতক ও ¯স্নাতকোত্তর পর্যায়ের মোট সিজিপিএ কমানো হচ্ছে বলে জানা গেছে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কেবিএম মাহবুবুর রহমান জানান, তিন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। কলা, চারুকলা এবং ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ ক্যাটাগরিতে প্রভাষক পদে নিয়োগের ক্ষেত্রে ¯স্নাতক ও ¯স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩ এবং সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় শিক্ষা ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। এছাড়া বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান, কৃষি ও প্রকৌশল অনুষদগুলোতে আবেদনের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। এর আগে ২০১৫ সালে সিন্ডিকেটের ৪৬২তম সভায় প্রতিটি বিভাগ বা ইনস্টিটিউটে প্রভাষক পদে নিয়োগে আবেদনের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থাকা আবশ্যক করা হয়। এছাড়া আবেদনকারী শিক্ষার্থীর মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) জিপিএ ৫ এর মধ্যে ৪.৫ করা হয়। এই নিয়ে গত দুই বছরে শিক্ষক নিয়োগের নীতিমালায় দুই বার পরিবর্তন আনা হল।
×