ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিবি গবর্নর

অস্ত্র নয়, জ্ঞানের যুদ্ধ ও উদ্যোক্তা হতে তৈরি হও

প্রকাশিত: ০৬:১৮, ১ জানুয়ারি ২০১৮

অস্ত্র নয়, জ্ঞানের যুদ্ধ ও উদ্যোক্তা হতে তৈরি হও

চবি সংবাদদাতা ॥ দেশের জন্য এখন আর অস্ত্রের যুদ্ধ নেই, তোমাদের জ্ঞানের যুদ্ধের জন্য তৈরি হতে হবে । সুনাগরিক হয়ে গড়ে ওঠ । প্রতিবছর প্রায় ১৮ লাখ যুবক-যুবতি কর্মক্ষেত্রের জন্য তৈরি হয়ে আসে । আমরা তাদের অর্ধেককেও কর্মসংস্থান করে দিতে পারি না । চাকরি ভাল, তবে শুধু চাকরিই শেষ কথা নয় । তোমরা উদ্যোক্তা হও । রবিবার চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত পাবলিক সিরিজের উদ্বোধনী বক্তৃতায় ছাত্রদের উদ্দেশে কথাগুলো বলেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির । এসময় ‘মনিটারি পলিসি অব বাংলাদেশ’ শিরোনামে এক বক্তব্যে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি ।এর আগে অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. নিতাই চন্দ্র নাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। গবর্নরকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে যার ব্যাপক অবদান রয়েছে তিনি হচ্ছেন ফজলে কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আবুল হোসেন, প্রফেসর ড. আবুল কালাম আজাদ।
×