ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালে রানার্সআপ বাস্কেটবল দলকে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:১০, ১ জানুয়ারি ২০১৮

নেপালে রানার্সআপ বাস্কেটবল দলকে সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর নেপালে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান বাস্কেটবল এ্যাসোসিয়েশন (সাবা) অনুর্ধ-১৬ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় সেখানে অংশ নেয় বাংলাদেশ অনুর্ধ-১৬ বাস্কেটবল দল। পাঁচ জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ দল রানারআপ হয়। অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। নেপালে রানার্সআপ হওয়া বাংলাদেশ অনুর্ধ-১৬ বাস্কেটবল দলকে রবিবার রাজধানীর একটি রিসোর্টে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান। উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। প্রথম বিভাগ দাবা স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম বিভাগ দাবা লীগে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ইসফট এরিনা চেস ক্লাব, সোনারগাঁও চেস ক্লাব ও হাসান মেমোরিয়াল চেস ক্লাব পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় রাউন্ডের খেলায় ইসফট এরিনা চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে দেবদাস বিশ^াস স্মৃতি সংসদকে পরাজিত করে।
×