ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা ১৮ ম্যাচ জয়ের পর ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করল পেপ গার্ডিওলার দল

ইপিএল ফুটবল ॥ অবশেষে থামল সিটির জয়রথ

প্রকাশিত: ০৬:০৮, ১ জানুয়ারি ২০১৮

ইপিএল ফুটবল ॥ অবশেষে থামল সিটির জয়রথ

স্পোর্টস রিপোর্টার ॥ অপ্রতিরোধ্য গতিতে ছুটছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে সর্বোচ্চ ১৮ ম্যাচে টানা জয়ের স্বাদ পেয়েছিল পেপ গার্ডিওলার দল। অবশেষে তাদের থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস। রবিবার নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেস গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলা ম্যানচেস্টার সিটি একের পর এক রেকর্ড গড়ে চলছিল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচেও ছিল নতুন ইতিহাস গড়ার হাতছানি। প্রথমত, সর্বোচ্চ ১২ এ্যাওয়ে ম্যাচে টানা জয়। কিন্তু এবার আর তা হতে দেয়নি ক্রিস্টাল প্যালেস। এর ফলে ২০০৮ সালে টানা ১১ এ্যাওয়ে ম্যাচ জেতা চেলসির সঙ্গেই ভাগাভাগি করেই থাকতে হচ্ছে সিটিজেনদের। দ্বিতীয়ত, পেপ গার্ডিওলার টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসানো। যেটি বেয়ার্ন মিউনিখের হয়ে গড়েছিলেন এই স্প্যানিশ কোচ। কিন্তু ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে রবিবার ম্যাচের শুরু থেকেই একেবারেই নিষ্প্রভ ছিল ম্যানচেস্টার সিটি। এর ফলে প্রথমার্ধ শেষ হয় ড্রয়ে। দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্রনাট্য। সফরকারীদের দারুণভাবে রুখে দেয় ক্রিস্টাল প্যালেস বরং ম্যাচের শেষ মুহূর্তে ক্রিস্টাল প্যালেস পেনাল্টি পেলে প্রথম হারের স্বাদ দেখতে যাচ্ছিল পেপ গার্ডিওলার দল। কিন্তু সেই লজ্জা থেকে ম্যানসিটিকে রক্ষা করেন গোলরক্ষক এডারসন। তার অসাধারণ নৈপুণ্যেই এদিন পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সফরকারী দল। তবে এই ম্যাচে সিটিজেনদের দুঃখ বাড়িয়ে দিলেন গ্যাব্রিয়েল জেসুস। কেননা মারাত্মক ইনজুরি নিয়েই যে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকাকে। তবে ড্রয়ের পরও ম্যানচেস্টার সিটির লিড ১৪ পয়েন্ট। মৌসুমের প্রথম ২১ ম্যাচ শেষে তাদের দখলে ৫৯ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে থাকা চেলসির সংগ্রহে ৪৫ পয়েন্ট। ম্যানসিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড আছে তিনে। তাদের দখলে ৪৪ পয়েন্ট। চার ও পাঁচে আছে যথাক্রমে লিভারপুল ও টটেনহ্যাম।
×