ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দিবালার জোড়া গোলে জুভেন্টাসের জয়

প্রকাশিত: ০৬:০৬, ১ জানুয়ারি ২০১৮

দিবালার জোড়া গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও নিজের জাত চেনালেন পাওলো দিবালা। শনিবার আর্জেন্টাইন স্ট্রাইকারের জোড়া গোলের সৌজন্যেই জুভেন্টাস ৩-১ ব্যবধানে হারাল ভেরোনাকে। ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নদের জয়ের দিনে ড্র করেছে, এসি মিলান, ইন্টার মিলান, রোমা এবং তোরিনোর মতো ক্লাবগুলো। শনিবার ভেরোনার মাঠে আতিথ্য নেয় জুভেন্টাস। তবে শুরু থেকেই দুর্দান্ত খেলে সফরকারীরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে গঞ্জালো হিগুয়েইনের শট পোস্টে লাগার পর ফিরতি বল জালে পাঠিয়ে জুভেন্টাসকে এগিয়ে দেন ব্লেইজ মাতুইদি। দ্বিতীয়ার্ধেই সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ৫৯ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে ভেরোনাকে সমতায় ফেরান উরুগুয়ের ডিফেন্ডার মার্তিন কাসেরেস। তবে দুইবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন পাওলো দিবালা। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে স্টেফান লিখস্টাইনারের ক্রসে হাফ ভলিতে বল জালে পাঠানোর পাঁচ মিনিট পর একক নৈপুণ্যে বল নিয়ে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর ফলে এবারের লীগে দিবালার গোল হলো ১৪টি। মৌসুমটা দারুণভাবেই শুরু করেছিলেন দিবালা। সিরি’এ লীগে ১১ গোল করে দুর্দান্ত ফর্মের জানান দেন তিনি। কিন্তু এরপরই যেন খেই হারিয়ে ফেলেন তিনি। গত অক্টোবর থেকে এই ম্যাচের আগ পর্যন্ত করেছিলেন মাত্র এক গোল। সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচে এ্যালেগ্রির শুরুর একাদশেও ঠাঁই হয়নি তার। সিরি’এর শেষ চার ম্যাচের মধ্যে প্রথমবারের মতো ম্যাচের শুরুতে নেমে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন এই আর্জেন্টাইন তারকা। এই ম্যাচের পর দিবালার প্রশংসায় পঞ্চমুখ জুভেন্টাসের কোচ। শুধু তাই নয়, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর নেয়ার পর পাওলো দিবালা ও নেইমারই বিশ্বসেরা ফুটবলার হবে বলে মনে করেন ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। গত দুই মাসের বেশি সময় ধরে নিজের সেরাটা খুঁজে ফিরছিলেন দিবালা। কিন্তু স্বরূপে ফিরতে পারছিলেন না তিনি। যে কারণেই দলের প্রতি তার দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন ওঠে। ভেরোনার বিপক্ষে ম্যাচের আগে এ্যালেগ্রি বলেছিলেন, গণমাধ্যমে সেরা খেলোয়াড়দের সঙ্গে দিবালাকে তুলনা করাটা ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ‘ক্ষতি’ হচ্ছে। কিন্তু ম্যাচটিতে অসাধারণ খেলা এই শিষ্যকেই এবার সেরাদের সঙ্গে তুলনা করলেন জুভেন্টাসের কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আবারও গোল করাটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রথম গোলটির পর তাকে অনেক বেশি নিশ্চিন্ত মনে হয়েছে। মেসি ও রোনাল্ডোর যখন বয়স হয়ে যাবে তখন নেইমার ও দিবালা বিশ্বসেরা ফুটবলার হবে। তার (দিবালার) সামনে প্রচুর খেলা আছে। আমি জানি, সে উন্নতি করে যেতে পারবে।’ তবে ভেরোনার বিপক্ষে দলীয় পারফর্মেন্সে তেমন সন্তুষ্ট নন এ্যালেগ্রি। তিনি বলেন, ‘আমরা খুশি যদিও আমরা জানি যে, আমরা ভাল একটা ম্যাচ খেলতে পারিনি। আমরা একটু ঝুঁকি নিয়েছিলাম এবং আর অনেক ভুল করেছিলাম যার ফলে তাদের গোলটা হয়েছে।’ ভেরোনার বিপক্ষে এই জয়ের ফলে সিরি’এ লীগে দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট হলো ১৯ ম্যাচে ৪৭। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নেপোলি। শুক্রবার রাতে ক্রোতোনেকে একমাত্র গোলে হারানো নেপোলি ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। শনিবার আগের ম্যাচে ল্যাযিওর সঙ্গে গোলশূন্য ড্র করা ইন্টার মিলান ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। আর লীগে টানা চার ম্যাচ জয়শূন্য রইল দলটি। সাসাওলোর সঙ্গে ১-১ গোলে ড্র করা রোমার পয়েন্ট ১৮ ম্যাচে ৩৯। ল্যাযিওর পয়েন্ট ৩৭।
×