ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ নয়, আফগানিস্তানের কোচ হলেন সিমন্স

প্রকাশিত: ০৬:০৫, ১ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ নয়, আফগানিস্তানের কোচ হলেন সিমন্স

স্পোর্টস রিপোর্টার ॥ টাইগারদের পরবর্তী কোচের আলোচনায় ছিলেন ফিল সিমন্স। সাবেক এ ক্যারিবিয়ান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সাক্ষাতকারও দিয়ে গেছেন। ওখানেই শেষ, কারণ রবিবার আফগানিস্তানের কোচ হিসেবে সিমন্সের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকট বোর্ড (এসিবি)। ৮ জানুয়ারি থেকে মোহাম্মদ নবী-রশিদ খানদের নিয়ে কাজ শুরু করবেন তিনি। গত আগস্টে লালচান রাজপুতের সঙ্গে চুক্তি নবায়ন না করার পর থেকেই কোচ খুঁজছিল আফগান ম্যানেজমেন্ট। সম্প্রতি তিনজনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল। সেখান থেকে ৫৪ বছর বয়সী সিমন্সকেই বেছে নিল আফগানিস্তান। মূলত গত কয়েক বছরে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে তার সাফল্যই শেষ পর্যন্ত এসিবি কর্তাদের মনে ধরেছে। এছাড়া আফগানদের পরামর্শক হিসেবে কিছুদিন কাজ করার অভিজ্ঞতাও পক্ষে গেছে তার। আগামী ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের পাঁচ ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ। দুবাইয়ে সেটির প্রস্তুতি শিবির থেকেই দায়িত্ব শুরু হবে সিমন্সের। তার কাঁধে কোচের দায়িত্ব তুলে দেয়ার কারণও ব্যাখ্যা করেছেন এসিবি প্রধান নির্বাহী শফিক স্ট্যানিকজাই, ‘আমরা ফিলকে বেছে নিয়েছি কারণ সে আমাদের দলকে বোঝে। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ে ও আয়ারল্যান্ডের কোচ হিসেবে তার কাজের অভিজ্ঞতা রয়েছে আর আমরা এ দলগুলোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলব (মার্চে বাছাই, ২০১৯ বিশ্বকাপ)।’ উল্লেখ্য, চন্দ্রিকা হাথুরা সিংহে চলে যাওয়ার পর বাংলাদেশ দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন পাইবাস ও সিমন্স। দু’জনে ঢাকায় এসে বিসিবির কাছে সাক্ষাতকারও দিয়ে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার সিমন্স সেই সাক্ষাতকারে ৪০ মিনিটেই তুলে ধরেছিলেন বাংলাদেশ দল নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনা। কিন্তু এখন আর সিমন্সের সাকিব-মুশফিকদের কোচ হওয়ার কোন সম্ভাবনা নেই। বিসিবির ফাঁকা মাঠে গোল দেয়ার অপেক্ষায় পাইবাস!
×