ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হপম্যান কাপে বাউচার্ডের হার

প্রকাশিত: ০৬:০৪, ১ জানুয়ারি ২০১৮

হপম্যান কাপে বাউচার্ডের হার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমের শুরুটা হয়েছে দলগত টেনিস টুর্নামেন্ট হপম্যান কাপ দিয়ে। অস্ট্রেলিয়ার পার্থে চলমান এ আসরের মিশ্র দলগত ইভেন্টে আয়োজক অস্ট্রেলিয়া দুর্দান্ত শুরু করেছে। কানাডাকে ২-১ ব্যবধানে হারিয়েছে অসিরা। বিশ্বের ২৫ নম্বর র‌্যাঙ্কিংধারী দারিয়া গ্যাভরিলোভা তার দলকে শুরুতেই উত্থান উপহার দিয়েছেন কানাডিয়ান তারকা ইউজেনি বাউচার্ডকে হারিয়ে। মিশ্র দ্বৈতে অবশ্য কানাডিয়ানরা জিতে যায়। কিন্তু অসিদের হয়ে অপর ম্যাচটি জেতেন তরুণী থানাসি কোকিনাকিস। প্রথম ম্যাচেই বাউচার্ডকে চেপে ধরেন গ্যাভরিলোভা। তিনি বেশ গতিময় খেলা উপহার দেন। বাউচার্ড ক্যারিয়ারের শুরুতে দুর্দান্ত উত্থান দেখিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন। ফলে উঠে গিয়েছিলেন র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বরে। কিন্তু গত দুই বছর ধরে বাজে সময় কাটানো এ কানাডিয়ান সুন্দরী ৮৩ নম্বরে নেমে গেছেন। আর ক্রমেই নিজেকে টেনিস বিশ্বে মেলে ধরছেন গ্যাভরিলোভা। অস্ট্রেলিয়ান এ তারকা সরাসরি সেটে জেতার বিরল কৃতিত্বের দিকে এগিয়ে যান প্রথম সেটে ৬-১ ব্যবধানে বাউচার্ডকে বিধ্বস্ত করে। কিন্তু দ্বিতীয় সেটে গ্যাভরিলোভার বেশ কয়েকটি ডাবল ফল্টের কারণে বাউচার্ডের সুযোগ এসেছিল ঘুরে দাঁড়ানোর। এরপরও কানাডিয়ান তারকা ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। গ্যাভরিলোভা দ্রুতই থিতু হয়েছেন এবং পুনরায় চেপে ধরেছেন বাউচার্ডকে। শেষ পর্যন্ত সরাসরি ৬-১, ৬-৪ সেটেই জয় তুলে নেন তিনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ২৩ বছর বয়সী বাউচার্ড অবশ্য এই পরাজয়ে বিন্দুমাত্র বিচলিত হননি। নিজের খেলাটাকে ভালভাবে পুনর্গঠন করে ঘুরে দাঁড়াতে চান পরের ম্যাচেই। এ বিষয়ে এ সুন্দরী বলেন, ‘আমি সত্যিই সেখানে খুব জর্জরিত বোধ করছিলাম। শুরু থেকেই নিজেকে কোনভাবেই ম্যাচে মনোনিবেশ করাতে পারছিলাম না ঠিকমতো। তবে আমি দ্বিতীয় সেটে অনুভব করছিলাম যে, আমি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলছি। আমি উপলব্ধি করেছি যে নিজেকে নিয়ে প্রচুর কাজ করার বাকি আছে। গত ৬ মাসে আমি খুব কমই ম্যাচ খেলেছি। দীর্ঘ সময় বেশি ম্যাচ খেলা থেকে বিরত আছি। তবে ভবিষ্যতে সবসময়ই ভাল খেলার চেষ্টা অব্যাহত থাকবে। মৌসুমের বিরতিতে আমি আমার দলে পরিবর্তন এনেছি। অনেক ব্যতিক্রমী বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। নিশ্চিতভাবেই এটা দীর্ঘকালীন একটি পর্যবেক্ষণ।’
×