ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতির বাচ্চা উদ্ধার...

প্রকাশিত: ০৫:৩৫, ১ জানুয়ারি ২০১৮

হাতির বাচ্চা উদ্ধার...

ভারতের তামিলনাড়ু রাজ্যের মেট্টুপালায়মের এক জঙ্গলের গর্তে পড়ে যাওয়া হাতির বাচ্চাকে উদ্ধার করেছেন পালানিসামি শরৎ কুমার (২৮) নামের এক বনরক্ষী। রাতের ডিউটি শেষ করে বাড়ি যাবার জন্য তৈরি হতে গিয়ে তিনি টেলিফোনে বানভদ্র কালিয়াম্মান মন্দিরের কাছে রাস্তায় দাঁড়িয়ে আছে এক হাতি এমন খবর পান। হাতিটিকে আতশবাজি ফুটিয়ে সরানোর চেষ্টা করার পর দেখা যায় হাতির বাচ্চা গর্তে পড়ে আছে। -রেডিট মাছ ধরতে ডলফিন! মাছ ধরতে টোপ হিসেবে কেঁচো বা পিঁপড়ার মত নানা ধরনের প্রাণীর ব্যবহার আছে পৃথিবীর নানা দেশে। এশিয়ার দেশগুলোতে ভোঁদড় ব্যবহার করা হয়। কিন্তু কেউ ডলফিনকে কাজে লাগাচ্ছে এমন কথা শোনা যায়নি। অভূতপূর্ব এই ঘটনা ঘটছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে। সেখানে ডলফিন জেলেদের মাছ ধরতে সাহায্য করছে। রিও ডি জেনিরোর লুকাস ফার্নান্দেজ জানান, ডলফিনগুলোর সঙ্গে জেলেদের বোঝাপড়া চমৎকার। ডলফিনগুলোর বোরাচা, ব্যাটম্যান, জ্যাক, স্কুবি, কারোবা, অ্যাভালানসহ বিভিন্ন নাম রয়েছে। -বিবিসি
×