ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ত্রাসবিরোধী যুদ্ধে অসহযোগিতা

পাকিস্তানে সাহায্য স্থগিত করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:৩৪, ১ জানুয়ারি ২০১৮

পাকিস্তানে সাহায্য স্থগিত করছে যুক্তরাষ্ট্র

সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহায়তা না করায় পাকিস্তানের জন্য বরাদ্দ সামরিক প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের তহবিল থেকে ২৫৫ মিলিয়ন (২৫ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার আটকে দিতে পারে ট্রাম্প প্রশাসন, সরকারী সূত্র জানিয়েছে ইতোমধ্যে ওই অর্থ ফেরত পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। ডন নিউজ পাকিস্তান। দ্য নিউইয়র্ক টাইমসে শনিবার প্রকাশিত এক রিপোর্টের বরাত দিয়ে ডন জানায়, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় ও মদদদান প্রশ্নে পাকিস্তানকে মার্কিন সতর্ক বার্তা পাঠানোর পরও আফগানিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ইসলামাবাদের অহঙ্কারী মনোভাব প্রকাশ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন মনে করছে ২০১৭ সালের অক্টোবরে আফগানিস্তানে মার্কিন-কানাডীয় দম্পত্তিকে জিম্মি করার দায়ে অভিযুক্ত হাক্কানি নেটওয়ার্ক সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে বারংবার প্রত্যাখ্যান করেছে। ২০১৫ সালেও একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য তৈরি কোয়ালিশন সাপোর্ট ফান্ড (সিএসএফ) থেকে পাকিস্তানের জন্য বরাদ্দ ৩০০ মিলিয়ন ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র। ফাতায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই এবং পাক-আফগান সীমান্তে নজরদারির জন্য সিএসএফ ফান্ড থেকে ৩০০ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল পাকিস্তানের। মার্কিন কর্তৃপক্ষ জিম্মি কানাডীয় দম্পত্তিকে উদ্ধারের সময় পাকিস্তানের হাতে আটক এক হাক্কানি নেটওয়ার্ক কর্মীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। ২০১৬ সালে সিএসএফ ফান্ড থেকে পাকিস্তানের জন্য বরাদ্দ ৩৫০ মিলিয়ন ডলার আটকে দেয় ওয়াশিংটন। ২০১৭ এর পরিমাণ দাঁড়ায় ৪০০ মিলিয়ন ডলারে। ২০১৮ সালে সিএসএফ তহবিল থেকে পাকিস্তানের জন্য বরাদ্দ ৩৫০ মিলিয়ন ডলার ইসলামাবাদকে না দেয়ার জন্য সুপারিশ করেছে ট্রাম্প প্রশাসন। তবে সন্ত্রাসবিরোধী ফান্ড থেকে আটকে দেয়া দুই বছরের অর্থ কৌশলগতভাবে পুনরুদ্ধার করতে পারবে ইসলামাবাদ।
×