ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষুদ্রতম মোবাইল ফোন

প্রকাশিত: ০৫:৩১, ১ জানুয়ারি ২০১৮

ক্ষুদ্রতম মোবাইল ফোন

‘জ্যাংকো টিনি টি-১’ নামে আঙ্গুলের চেয়েও ছোট মোবাইল বাজারে আনার ঘোষণা দিয়েছে জ্যাংকো নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির দাবি এটিই বিশ্বের ক্ষুদ্রতম মোবাইল ফোন। এটির ওজন মাত্র ১৩ গ্রাম। ফোনটি আকারে মাত্র ৪৬ দশমিক ৭ মিলিমিটার। ফোনটি থেকে কল ও টেক্সট মেসেজ করা যাবে। ফোনটিতে একটি ন্যানো সিম ব্যবহার করা যাবে। সেভ করা যাবে ৩০০ ফোন নম্বর। -ওয়েবসাইট মাটিতে গুগলের প্রজেক্ট লুন বেলুনের মাধ্যমে দুর্গম অঞ্চলে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিতে গুগলের প্রকল্পের নাম ‘প্রজেক্ট লুন’। কেনিয়ায় মাটিতে পড়েছে গুগলের ‘প্রজেক্ট লুন’-এর একটি বেলুন। এ যাবৎ অনেক দেশেই পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করেছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। ২০১৭ সালের জুলাই মাসে কেনিয়ার নাকুরু, নানইউকি, নাইয়েরি ও মারসাবিটে ১০টি বেলুনের পরীক্ষা শুরু করে গুগল। -আইএএনএস
×