ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন পরিকল্পনায় শুরু হোক নতুন বছর ॥ অধ্যাপক কামরুল

প্রকাশিত: ০৫:৩১, ১ জানুয়ারি ২০১৮

নতুন পরিকল্পনায় শুরু হোক নতুন বছর ॥ অধ্যাপক কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, নতুন পরিকল্পনা নিয়ে শুরু হোক নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার ২০১৮। তিনি বলেন, মানুষ নিজেই তাঁর ভাগ্যের নির্মাতা। মহান সৃষ্টিকর্তা প্রত্যেককে সেই ক্ষমতা দিয়েছেন। বাঙালী বীরের জাতি। এই জাতি হাসতে হাসতে নিজের জীবন দিতে জানে। জীবনের সমস্যা ও বাধাসমূহ সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রেসিডেন্টদের পদচারণায় যাতে সব সময় মুখরিত থাকে সেদিকে যেনো রেসিডেন্টগণ অবশ্যই খেয়াল রাখেন। রবিবার সকাল সাড়ে ৮টায় চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের উদ্যোগে বর্ষ সমাপনী অনুষ্ঠান ও ফেজ বি ফাইনাল বর্ষের রেসিডেন্টদের “এভরি এনডিং হ্যাজ এ নিউ বিগিনিং” শীর্ষক বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ জাফর খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, কমিউনিটি অফথালমোলজি বিভাগের অধ্যাপক ডাঃ সৈয়দ আব্দুল ওয়াদুদ, রেসিডেন্ট ডাঃ মশিউর রহমান, ডাঃ সাইকা সুলতানা প্রমুখ। ক্রনিক লিভার ডিজিজেস এন আপডেটস বিষয়ক মাসিক সেমিনার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেমিনার সাব কমিটির উদ্যোগে রবিবার, শহীদ ডাঃ মিলন হলে “ক্রনিক লিভার ডিজিজেস: এন আপডেটস” বিষয়ক মাসিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। -বিজ্ঞপ্তি
×