ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টিসিবির ২৩ ডিলারের লাইসেন্স বাতিল

প্রকাশিত: ০৫:২৫, ১ জানুয়ারি ২০১৮

টিসিবির ২৩ ডিলারের লাইসেন্স বাতিল

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চুক্তির শর্তাবলী ভঙ্গের অভিযোগে ২৩ ডিলারের লাইসেন্স বাতিল করেছে। সরকারী সূত্র জানিয়েছে, গত ১৪ ডিসেম্বর সরকারী সংস্থাটি এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। টিসিবির একজন কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে তাদের চুক্তি নবায়ন করেনি। ডিলারশিফ নবায়ন করতে প্রয়োজনীয় পণ্যগুলোও তারা প্রত্যাহার করেনি। তিনি আরও বলেন, লাইসেন্স বাতিল ও তাদের জামানতের অর্থ জব্দ করার আগে সংস্থাটি বার বার তাদের সঙ্গে যোগাযোগ করেও কোন সাড়া পায়নি। দেশজুড়ে টিসিবির তালিকাভুক্ত ২৭২৭ ডিলার তাদের কার্যক্রম পরিচালনা করছে। টিসিবি জানিয়েছে, সারাদেশে নিত্যপণ্যের সরবরাহ এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ডিলাররা কাজ করে থাকেন। কর্মকর্তারা জানান, গ্রাহকদের স্বার্থের বিষয়টি বিবেচনা করেই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ২০১৭ ছিল উচ্চমূল্যের বছর ২০১৭ যেন ছিল উচ্চমূল্যের বছর। চাল, চিনি, পেঁয়াজ বা সবজির মতো নিত্যপণ্যের দামের আগুনে পুড়েছে সাধারণ মানুষ। বছর শেষেও উন্নতি নেই এ অবস্থার। যাতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। এজন্য সরকারের উদাসীনতাকে দুষছেন তারা। মাঝ ডিসেম্বরে রাজশাহীতে আলু বিক্রির এ ছবি চলতি বছর দ্রব্যমূল্যের বাজারে আসলেই বিরল। এছাড়া সারা বছর নিত্যপণ্যের বাড়তি দাম ছিল আলোচনার কেন্দ্রে। বছরের শুরুতেই হুট করে কেজিতে ২০-২৫ টাকা পর্যন্ত দাম বাড়ার মিছিলে চাল ছিল সবার সামনে। সরকারের তদারকিতে মাঝে দাম কিছুটা কমলেও এখনও তা বাড়তির দিকে। মাঝ বছরে দামের আগুনে ঘি ঢেলেছে পেঁয়াজ। দেশের উৎপাদন ঘাটতি, আর আমদানীতে খরচ বাড়ায়, বছর শেষে পেঁয়াজের ঝাঁজে পানি ঝরেছে ক্রেতার চোখে। সেইসাথে সবজির বাজারও ভুগিয়েছে ক্রেতাদের। বন্যায় ডাবল সেঞ্চুরি করা কাঁচা মরিচকে সারাবছর ভালোই সঙ্গ দিয়েছে অন্যান্য সবজি। -অর্থনৈতিক রিপোর্টার
×