ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকের পরিচালন মুনাফায় উলম্ফন

প্রকাশিত: ০৫:২৪, ১ জানুয়ারি ২০১৮

ব্যাংকের পরিচালন মুনাফায় উলম্ফন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭ সাল শেষে দেশের অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের পরিচালন মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই পরিচালন মুনাফা থেকে ব্যাংকের ঋণ ও খেলাপী ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হবে। ব্যাংকগুলোর খেলাপী ঋণের পরিমাণ বেড়ে যাওয়া এবং শেয়ারবাজারে বিনিয়োগ করে লোকসান দেয়ায় এর বিপরীতে প্রভিশনের পরিমাণ আরও বাড়বে। ফলে ব্যাংকগুলোর নিট মুনাফা আরও কমবে। এদিকে ব্যাংকগুলোকে গত বছরের পরিচালন মুনাফা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে ও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারহোল্ডারদের জানাতে হবে। ব্যাংকগুলো বলছে, সার্বিকভাবে আগের বছরের তুলনায় বেসরকারী খাতে ঋণ প্রবাহ কিছুটা বেড়েছে। আমদানি খাতও অনেক গতিশীল ছিল। এছাড়া সার্ভিস চার্জ থেকেও মুনাফার একটি বড় অংশ এসেছে। এগুলোর প্রভাব মুনাফার ওপরে পড়েছে। জানা গেছে, বাংলাদেশের বেসরকারী ব্যাংকগুলো প্রায় সবাই পুঁজিবাজারে তালিকাভুক্ত। ব্যাংকগুলো কিছুদিন পরে তাদের এ মুনাফার তথ্য বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পেশ করবে। এরপর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য এসব তথ্য অফিসিয়ালি প্রকাশ করা হবে। এর আগে যে কোন মাধ্যমে তা প্রকাশের ওপর বিএসইসির বিধি-নিষেধ রয়েছে। এ কারণে আপাতত ব্যাংকগুলো তাদের পরিচালন মুনাফার তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে না। তবে বিভিন্ন সূত্রে বেশ কিছু ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য পাওয়া গেছে। ব্যাংকগুলো থেকে পাওয়া সর্বশেষ তথ্যে দেখা গেছে, বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা সবচেয়ে বেশি। ২০১৭ সাল শেষে ব্যাংকটির মোট পরিচালন মুনাফা হয়েছে ২ হাজার ৪২০ কোটি টাকা, যা আগের বছরে ছিল ২ হাজার ৩ কোটি টাকা। ২০১৭ সাল শেষে এক্সিম ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৭১১ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৬৯০ কোটি টাকা। গত বছর ন্যাশনাল ব্যাংকের মুনাফা করেছে ১ হাজার ২১৮ কোটি টাকা। আগের বছর ছিল ১ হাজার ১০৪ কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারী একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, যে কোন ব্যবসার প্রবৃদ্ধি খুবই স্বাভাবিক। ব্যাংকগুলোর পরিচালন মুনাফাতেও গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে। তবে মুনাফা খুব সাংঘাতিক বেড়ে যাবে তা নয়। এছাড়া ব্যাংকের পরিচালন মুনাফা প্রকৃত মুনাফা নয়। বছর শেষে পরিচালন মুনাফা থেকে কর, প্রভিশনসহ অনেক কিছু বাদ দিয়ে নিট বা প্রকৃত মুনাফা হিসাব করা হয়ে থাকে। ফলে মুনাফা খুব বেশি বাড়বে বলে মনে হয় না। ৪৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিচালন মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। ২০১৭ সালে ৫১১ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে পুঁজিবাজারে নিবন্ধিত একমাত্র রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকটি। অথচ ২০১৬ সালেই ব্যাংকটি প্রায় একশত কোটি টাকা লোকসানে ছিল। ২০১৭ সাল শেষে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭১১ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৫০৮ কোটি টাকা। ২০১৭ সাল শেষে পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৯১৫ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৭২০ কোটি টাকা। গত বছর শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৪৭১ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৩৬৯ কোটি টাকা। বছর শেষে নতুন ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক মুনাফা করেছে ২৩০ কোটি টাকা, একইভাবে এনআরবি কমার্শিয়াল ব্যাংক ২০২ কোটি টাকা, সাউথ বাংলা এগ্রিকালচারাল এ্যান্ড কর্মাস ব্যাংক ১৮২ কোটি টাকা, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ১৬১ কোটি টাকা, মধুমতি ব্যাংক ১৫১ কোটি টাকা, মিডল্যান্ড ব্যাংক ১২০ কোটি টাকা, মেঘনা ব্যাংক ১১০ কোটি টাকা ও এনআরবি ব্যাংক ৯৭ কোটি টাকা।
×