ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ৩

প্রকাশিত: ০৫:২৪, ১ জানুয়ারি ২০১৮

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ৩

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার ওয়ারীতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পাঁচটি বিদেশী রিভলবারসহ এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরানো ঢাকার ওয়ারীতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধের ঘটনা তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এরা হচ্ছে, মোঃ স্বপন (৩০) , শাহ আলম (৩৩) ও আমির হোসেন। এদের উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, এরা ডাকাতদলের সক্রিয় সদস্য। ওয়ারী থানা এসআই লাল মিয়া জানান, স্বপন, শাহ আলম ও আমির হোসেন নামের তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল , দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি জব্দ করা হয়। রবিবার দুপুরে ওয়ারী থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে ওয়ারীর রোজ গার্ডেনের সামনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে গোলাগুলি হয়। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোজ গার্ডেন এলাকায় পুলিশ যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুঁলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হয়েছে। পাঁচটি বিদেশী রিভলবারসহ এক তরুণ গ্রেফতার ॥ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে পাঁচটি বিদেশী রিভলবারসহ রুবেল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর মোঃ আলী জানান, শনিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে শিল্পাঞ্চলের বিটাক মোড় থেকে রুবেল মিয়া নামে ওই তরুণকে গ্রেফতার করা হয়। পরে তার হাতে একটি ব্যাগের ভেতরে পাঁচটি রিভলবার পাওয়া যায়।
×