ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিচালন মুনাফা রূপালী ব্যাংকের

প্রকাশিত: ০৫:২৪, ১ জানুয়ারি ২০১৮

৪৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিচালন মুনাফা রূপালী ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৪৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিচালন মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড। ২০১৭ সালে ৫১১ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে পুঁজিবাজারে নিবন্ধিত একমাত্র রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকটি। অথচ ২০১৬ সালেই ব্যাংকটি প্রায় একশত কোটি টাকা লোকসানে ছিল। ব্যাংকটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে এ রকম মুনাফা আর কখনও করেনি। ব্যাংক সূত্রে জানা যায় যে, ব্যাংকটি খেলাপী ঋণ থেকে আদায়ের উপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছে ২০১৭ সালের শুরু থেকেই। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় যে, ৩ প্রান্তিকে ব্যাংকটির খেলাপী কমেছে ৩০০ কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানটির বিগত কয়েক বছরের ডাটা পর্যালোচনা করে দেখা যায় যে, ২০১২ সালে সর্বোচ্চ ৩১২ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে এটি। মূলত খেলাপী থেকে আদায়, ঋণ প্রবাহ বৃদ্ধি, এসএমই ঋণ বিতরণ, সঞ্চয়ের সুদ কমানো, পরিচালন ব্যয় হ্রাসসহ নানাবিধ পদক্ষেপের ফল ব্যাংকের এই অভাবনীয় সাফল্য। ব্যাংকটিতে সুশাসন প্রতিষ্ঠার ফল এই সাফল্য। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভাল ম্যানেজমেন্ট থাকলে ভাল কিছু করা সম্ভব। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের উদাহরণ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গবর্নর ড. ইব্রাহিম খালেদ বলেন, পরিচালন মুনাফা প্রকৃত মুনাফা নয়। তারপরও রূপালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনায় অন্তত ভাল পরিচালন মুনাফা করতে পেরেছে।
×