ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জিডিপিতে পুঁজি বাজারের অবদান ২২ শতাংশ

প্রকাশিত: ০৫:২৪, ১ জানুয়ারি ২০১৮

জিডিপিতে পুঁজি বাজারের অবদান ২২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পুঁজিবাজারের অবদান প্রায় ২২ শতাংশ। ২০১৭ সালে পুঁজিবাজারের বাজার মূলধন সর্বোচ্চ ৪ লাখ ২৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়। বাজার মূলধন জিডিপির ২১ দশমিক ৬২ শতাংশ। যা পার্শ্ববর্তী দেশের তুলনায় খুবই সামান্য। তথ্য মতে, বিশ্বের অন্য দেশের জিডিপিতে বাজার মূলধনের অনুপাত অনেক। যেমন, থাইল্যান্ডের (এসইটি) বাজার মূলধন জিডিপির ১১০ দশমিক ৩৩ শতাংশ, ভারত (বিএসই) ৮৬ দশমিক ৩৪ শতাংশ, পাকিস্তান (কেএসই) ২৮ দশমিক ২৫ শতাংশ, শ্রীলঙ্কা (সিএসই) ২৩ দশমিক ৬৮ শতাংশ, নেপাল (এনইপিএসই) ৭০ দশমিক ০১ শতাংশ এবং মালয়েশিয়া (বুরসা মালোয়শিয়া) ১৪২ দশমিক ২৪।
×