ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যাপের মাধ্যমে ২২ লাখ ৫৪ হাজার শেয়ার লেনদেন

প্রকাশিত: ০৫:২২, ১ জানুয়ারি ২০১৮

এ্যাপের মাধ্যমে ২২ লাখ ৫৪ হাজার শেয়ার লেনদেন

২০১৭ সালজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইল এ্যাপের মাধ্যমে মোট ২২ লাখ ৫৪ হাজার ৯৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, পুঁজিবাজার বিকাশের ক্ষেত্রে ২০১৬ সালের ৯ মার্চ ‘ডিএসই-মোবাইল এ্যাপ’ চালু করা হয়। এ এ্যাপ চালুর পর ২০১৭ সালের শেষে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৬ জনে। তারা ২০১৭ সালে মোবাইল ফোনের মাধ্যমে মোট ৩৫ লাখ ৮৮ হাজার ৮৩৫টি আদেশ দেন। এর মধ্যে ২২ লাখ ৫৪ হাজার ৯৬৭টি আদেশ কার্যকর হয়। বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড প্রযুক্তিগত উন্নয়ন করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ডিএসই পুঁজিবাজারের লেনদেনকে করেছে সর্বাধুনিক ও সহজসাধ্য। -অর্থনৈতিক রিপোর্টার ডিএসইর মার্কেট পিই রেশিও ১৬.৭৮ পয়েন্ট দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সামগ্রিক বাজার মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই অবস্থান করছে ১৬.৭৮ পয়েন্টে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই জানায়, ২০১৭ সালের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সিকিউরিটিজসমূহের মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই দাঁড়ায় ১৬.৭৮ পয়েন্টে। যা ২০১৬ সালের শেষ দিনে মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল ১৪.২৯ পয়েন্টে। খাত ওয়ারি মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই পর্যালোচনা করলে দেখা যায় মিউচুয়াল ফান্ডের মার্কেট পিই ৮.৪১, ফুয়েল এ্যান্ড পাওয়ার খাতের ১১.০৯, ব্যাংকিং খাতের মার্কেট পিই ১১.১৬, ইন্স্যুরেন্স খাতের মার্কেট পিই ১৪.৫০ এবং টেক্সটাইল খাতের মার্কেট পিই ১৬.৭৬। -অর্থনৈতিক রিপোর্টার
×