ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন শুরু শিক্ষকদের

প্রকাশিত: ০৫:২১, ১ জানুয়ারি ২০১৮

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন শুরু শিক্ষকদের

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে টানা ৫ দিন অবস্থান কর্মসূচীর পর এবার নন-এমপিও শিক্ষক ও কর্মচারীরা আমরণ অনশন শুরু করেছেন। রবিবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করছেন তারা। শনিবার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে রবিবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচীর ডাক দেয়ার কথা জানিয়েছিলেন। রবিবার তিনি জানান, তারা আমরণ অনশন শুরু করেছেন। তাদের একটাই দাবি, সেটা হলো সরকার স্বীকৃত ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করতে হবে। ২০১১ সাল থেকে সরকার শুধু আশ্বাসই দিচ্ছে। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রাণ গেলেও তারা অনশন থেকে সরবেন না। পঞ্চম দিনের অবস্থান কর্মসূচীতে কয়েক শত শিক্ষক-কর্মচারী অংশ নেন। অনশনে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে এক হাজারের বেশি শিক্ষক-কর্মচারী ঢাকায় আসছেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাসে বেতন-ভাতা বাবদ সরকারী অংশ দেয়া হয়, সেগুলোকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলা হয়। আর যেগুলো এমপিওভুক্ত নয়, সেগুলোর শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোন আর্থিক সুবিধা পান না। এগুলোকে সংক্ষেপে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান বলা হয়। বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে প্রায় সাড়ে ২৬ হাজার। এগুলোতে শিক্ষক-কর্মচারী ৪ লাখের বেশি। এর বাইরে স্বীকৃতি পেলেও নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি। এগুলোতে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৭৫ থেকে ৮০ হাজার। সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।
×