ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গত বছরে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০৫:২১, ১ জানুয়ারি ২০১৮

গত বছরে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০১৭ সালে ২ লাখ ১৬ হাজার ৯৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে। শেয়ারবাজারের ইতিহাসে এটাই সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২০১৭ সালে ডিএসইতে লেনদেন হয়েছে ২ লাখ ১৬ হাজার ৯৫৯ কোটি ১৭ লাখ টাকার। যা আগের বছর অর্থাৎ ২০১৬ সালে হয়েছিল ১ লাখ ১৯ হাজার ১৫৭ কোটি ১৩ লাখ। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৭,৮০২ কোটি ৫৯ লাখ টাকা বা ৮২.০৮ শতাংশ। অস্বাভাবিক মার্কেট ২০১০ সাল বাদ দিলে শেয়ারবাজারের ইতিহাসে এটাই সর্বোচ্চ লেনদেন। ২০১৭ সালে ডিএসইতে ২৪৮ কার্যদিবস লেনদেন হয়। গড়ে লেনদেনের পরিমাণ ৮৭৪ কোটি ৮৩ লাখ। আর ২০১৬ সালে লেনদেন হয় ২৪১ কার্যদিবস। ২০১৬ সাড়ে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৪৩ কোটি টাকা। গত এক বছরের বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২৮ ডিসেম্বরের মাধ্যমে ২০১৭ সালের শেয়ারবাজারের লেনদেন শেষে হয়েছে। এই বছরটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ২৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক ২৬.০৮ শতাংশ ও ডিএসই শরীয়াহ্ সূচক ১৬.৬৮ শতাংশ বেড়েছে। দেখা গেছে, ডিএসই আগের বছরের চেয়ে ১ হাজার ২০৮.৪৭ পয়েন্ট বা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ হাজার ২৪৪.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বছরটিতে ডিএসইএক্স সূচক সর্বোচ্চ ৬ হাজার ৩৩৬.৮৮ পয়েন্ট ও সর্বনিম্ন ৫ হাজার ৮৩.৮৯ পয়েন্টের মধ্যে উঠানামা করেছে। এদিকে ২০১৭ সালে ডিএসই ৩০ সূচক ৪৭২.৩১ পয়েন্ট বা ২৬.০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২৮৩.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০১৭ সালে ডিএসই-৩০ সূচক ২ হাজার ২৯০.৩৫ থেকে ১ হাজার ৮২১.৮৯ পয়েন্টে উঠানামা করেছে। আর ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ১৯৮.৮০ পয়েন্ট বা ১৬.৬৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯০.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বছরটিতে শরীয়াহ্ সূচক ১ হাজার ৩৯৪.২৬ পয়েন্টে থেকে ১ হাজার ২০০.৫৩ পয়েন্টের মধ্যে উঠানামা করেছে।
×