ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

’১৮ সাল হবে ভাল বছর

নতুন বাজেটে ট্যাক্স থাকবে না ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:২০, ১ জানুয়ারি ২০১৮

নতুন বাজেটে ট্যাক্স থাকবে না ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৮ সাল একটি ভাল বছর হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি হবে স্বস্তির বছর। আগামী বাজেট হবে গতানুগতিক, নতুন কোন ট্যাক্স আরোপ করা হবে না। রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে বিদায়ী বছর ২০১৭ এবং নতুন বছর ২০১৮ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা, জাতীয় নির্বাচন, ব্যাংকিং খাতের অস্থিরতাসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী উপস্থিত ছিলেন। নতুন বছরে ব্যাংকিং খাতে আস্থার সঙ্কট হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকিং খাতে কোন ঝুঁকি নেই। ব্যাংক ফেল করার কোন চান্স নেই। সুতরাং আস্থার সঙ্কট হবে না। রোহিঙ্গা ইস্যুতে অর্থমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য একটি পরিকল্পনা করা হচ্ছে। সেখানে বিদেশী, সরকারী-বেসরকারীভাবে সাহায্য করা হচ্ছে। তাদের (রোহিঙ্গা) টাকা দিতে হবে। দাতাদের কাছে সাহায্য চাচ্ছি, দেখি কি আসে। তিনি বলেন, মিয়ানমার বলেছে-তারা কিছু লোক নেবে। নেয়ার মধ্যে নানা কথা-বার্তা আছে, কিছু হিন্দু নেবে। এ সময় রোহিঙ্গা ইস্যুর সমাধানে রাখাইনে স্বতন্ত্র রোহিঙ্গা জোন করা প্রয়োজন বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, ২০১৭ সালে কোন সহিংস হরতাল হয়নি। কোন মারাত্মক কিছু ঘটেনি। মানুষের স্বস্তি অনেক উচ্চ মাত্রায় উঠে এসেছে। সোস্যাল সিকিউরিটি খুবই ভাল। চালের দাম নিয়ে প্রশ্নের জবাবে মুহিত বলেন, এটা ব্যবসায়ীদের কারণে হয়েছে, এটা হওয়া উচিত না। আমরা চেয়েছিলাম চালের দাম একটু বাড়ুক। যেন কৃষক দাম কিছুটা বেশি পায়। ৩৮ থেকে ৪০ টাকার মধ্যে থাকা উচিত ছিল। ব্যবসায়ীরা সেটা ৬০ পর্যন্ত নিয়ে গেছে। তবে এক্ষেত্রে সরকারের কোন গাফিলতি নেই বলে মনে করেন তিনি। তবে দাম শীঘ্রই নেমে আসবে বলে জানান তিনি। ২০১৪ সালের অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এবং বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ওই নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। আমরা তো তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার সব সরকারই অংশগ্রহণমূলক সরকার। আশা করি ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে সবাই অংশ নেবে এবং উন্নয়নের সরকারের জন্য আওয়ামী লীগ জিতবে। সম্প্রতি সরকারী কর্মচারীদের চাকরির বয়স ৬২ করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে মুহিত বলেন, হ্যা আমি চিঠি দিয়েছি। এখনও কোন সিগন্যাল পাইনি। বর্তমানে মানুষের জীবনসীমা ৭১ বছর। ১৯৭২ সালের জীবনসীমা ছিল মাত্র ৪৮ বছর। তখন বঙ্গবন্ধু ৫৮ করেছিলেন। বিএনপিকে ‘ইডিয়ট পার্টি’ বললেন মুহিত বিডিনিউজ জনায়, রাজনীতি ও অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে মন্ত্রিসভায় বয়োজেষ্ঠ এই সদস্য বলেন,বিএনপি আস্ত একটা ‘ইডিয়ট পার্টি’ এবারও কি ২০১৪ সালের মতো হবে- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, ‘একতরফা, সেটা আমরা করি নাই। এটা ইডিয়ট পার্টি করেছে। দ্য টোটালি ইডিয়ট পার্টি। লেড বাই ইডিয়টস।’ গত নির্বাচনের আগে বিএনপিকে আলোচনার প্রস্তাব দেয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা তাদের ইনভাইট করলাম যে, আস। তত্ত্বাবধায়কের মতো, দ্য ওয়ার ইনভাইটেড টু কাম এ্যান্ড জয়েন। দ্য ফেইলড টু টেক ইট।’ ‘এবার করবে না। এবার যদি করে, দ্যাট উইল বি স্কেয়ার ফর এ পলিটিক্যাল পার্টি। সো আই ক্যান গ্যারান্টি, এবার ইলেকশন হবেই, পার্টিসিপেটরি,’ বলেন তিনি। বিএনপি ভোটে এলেও জয় আওয়ামী লীগেরই হবে বলে মনে করেন মুহিত। ‘আমার বিশ্বাস, বিশ্বাস নয়, তার চেয়েও বেশি, আগামী নির্বাচন পার্টিসিপেটরি ইলেকশন হবে এবং সেই নির্বাচনে আমরা আওয়ামী লীগই জিতব।’ আগামী নির্বাচনে অংশ নেবেন কি না-জানতে চাইলে মুহিত বলেন, সিলেট-১ আসনে তার ভাই এ কে এ মোমেনও প্রার্থী হতে পারেন। ‘আমার আসনে আমাদের পার্টিতে একজন আছে; সে আমার ভাই। তবুও যদি পার্টির প্রয়োজন হয়, আমি কনটেস্ট করব। ইফ আই ফাইন্ড হি ইজ নট ডুয়িং ওয়েল, দেন আই উইল কনটেস্ট।’ আওয়ামী লীগ ক্ষমতায় টিকে যাবে বলে দৃঢ়ভাবে আশাবাদী মুহিত জানান, আগামীবারও জোটকে নিয়েই সরকার গড়বেন শেখ হাসিনা।
×