ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুয়া ডক্টরেট ॥ সেই শিক্ষক ঢাবি থেকে সাসপেন্ড

প্রকাশিত: ০৫:১৬, ১ জানুয়ারি ২০১৮

ভুয়া ডক্টরেট ॥ সেই শিক্ষক ঢাবি  থেকে সাসপেন্ড

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ পিএইচডি সম্পন্ন না হওয়া সত্ত্বেও ডক্টর পরিচয় দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক অনুপ কুমার সাহাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। উপাচার্য বলেন, অনুপ কুমার সাহাকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। অনুপ কুমার সাহা এখনও পিএইচডির ছাত্র। পড়ছেন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে। তবে ডক্টরেট ডিগ্রী অর্জন না করা হলেও তিনি ‘ডক্টর’ উপাধি ব্যবহার করছেন। এই উপাধি নিয়ে তিনি একবার পদোন্নতি পেয়েছেন এবং আরেকবার নিয়োগে প্রাধান্য পেয়েছেন। তবে, অনুপ কুমার সাহা বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, ডক্টরেট ডিগ্রীর সনদ জমা দিয়েই পদোন্নতি ও নিয়োগ পেয়েছেন তিনি।
×