ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাঁচ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:১৫, ১ জানুয়ারি ২০১৮

পাঁচ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিনে দেশব্যাপী রাজপথ দখলে রাখবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দিনটিকে সামনে রেখে যাতে বিএনপি-জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তি কোন ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেজন্য রাজপথ দখলে রাখতে সারাদেশেই বিস্তারিত কর্মসূচী ঘোষণা করেছে দলটি। দেশব্যাপী আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদ্যাপন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে ওইদিন দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে বিজয় র‌্যালি ও সমাবেশের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৫ জানুয়ারি রাজধানী ঢাকা মহানগরের দুটি স্থানে সমাবেশ ও বিজয় র‌্যালি করবে আওয়ামী লীগ। ৫ জানুয়ারি দুপুর ৩টায় রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর এবং বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। শুধু নতুন বছরের ৫ জানুয়ারিই নয়, বছরের শুরু থেকে মাসব্যাপী মাঠে থাকতে ইতোমধ্যে তৃণমূলে চিঠি পাঠিয়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত মঙ্গলবার থেকে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই চিঠিতে ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে সারা দেশে কর্মসূচী পালনের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে রবিবার এক বিবৃতিতে তিনি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ গৃহীত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে দেশের সর্বস্তরের জনগণকে গণতন্ত্রের বিজয় দিবসের এই ঐতিহাসিক দিনটি উৎসবমুখর পরিবেশে উদ্যাপনেরও অনুরোধ জানিয়েছেন।
×