ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদায়ী বছরের শেষ দিনে ধরা পড়ল ৬ জঙ্গী

প্রকাশিত: ০৫:১৫, ১ জানুয়ারি ২০১৮

বিদায়ী বছরের শেষ দিনে ধরা পড়ল ৬ জঙ্গী

স্টাফ রিপোর্টার ॥ বিদায়ী বছরের শেষ দিবসেও ধরা পড়েছে জঙ্গী। রাজধানীর বসুন্ধরা ও সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী আনসার-আল ইসলামের ৩ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১১। এছাড়া চাঁপাই সদর ও শিবগঞ্জ থেকে ৩ জেএমবি জঙ্গীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জঙ্গীবাদের বই, লিফলেট ও জঙ্গী অর্থায়নের নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ঢাকায় গ্রেফতারকৃতরা হলো- আহমদুল্লাহ পাটোয়ারি ওরফে ইমরান ওরফে ফরহাদ হোসাইন ওরফে সামিউল (২১), সিয়াম ওরফে জাবালে নূর ওরফে মোসাদ (২৪) ও মুফতি হোসাইন আহমেদ ওরফে বেলাল (৩২)। র‌্যাব-১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আহমদুল্লাহ পাটোয়ারি আনসার-আল ইসলামের ঢাকা দক্ষিণের সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিল। মুফতি হোসাইন আহমেদ মসজিতের ইমামতি করেন। এ সুবাদে দাওয়াতি কাজে আহমদুল্লাহ মুফতি হোসাইন আহমেদকে নিয়ে যেতেন। সিয়াম ওরফে জাবালে নূর ওরফে মোসাদ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বেসরকারী বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) কম্পিউটার সায়েন্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আহমদুল্লাহর মাধ্যমে আনসার আল ইসলামে যোগদানের পর সে বসুন্ধরা এলাকায় দাওয়াতি কাজের দায়িত্ব পালন করে আসছিল। তার কাজ ছিল মূলত উঠতি যুবক ও কিশোরদের জঙ্গীবাদে জড়ানো। ইউনিভার্সিটিতে সহপাঠীদের মাঝেও সে দ্বীনের আলোচনার অজুহাতে উগ্র জঙ্গীবাদের আলোচনা করত। তখন থেকেই তাকে নজরদারিতে রাখা হয়। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে গত বছরের শুরুর দিকে গ্রেফতার হওয়া একই সংগঠনের অপর জঙ্গীদের সঙ্গে এই তিনজনের কোন ধরনের যোগসাজশ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে র‌্যাব। প্রয়োজনে ইতোমধ্যে কারাগারে থাকা একই সংগঠনের ৫ সদস্যের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। চাঁপাইয়ে জেএমবির ৩ জঙ্গী আটক ॥ স্টাফ রিপোর্টার জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে রবিবার ভোররাতে অভিযান চালিয়ে জেএমবি’র তিন গায়েরে এহসার সদস্যকে জিহাদী বইসহ আটক করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার ধোবরা মতিবাজার গ্রামের মৃত নেফাউর রহমানের ছেলে আজিবুল হক (৫৩), ধোবরা গ্রামের সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও লক্ষীপুর মোবারকপুর গ্রামের আইনাল হকের ছেলে তাজামুল হক (৪৬)। এ সময় তাদের কাছ থেকে ৪টি জিহাদী বই, ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, একটি টর্চ লাইট, একটি গ্যাস লাইটার, জাতীয় পরিচয়পত্র ও পানির বোতল উদ্ধার করা হয়। র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে সদর উপজেলার চকআলমপুর-কালিনগর এলাকার কামারদহ ছোট সাঁকো সংলগ্ন একটি আম বাগানে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে আজিবুল হক ও সাইফুল ইসলামকে আটক করে র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে আজিবুল হক ও সাইফুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর মোবারকপুর গ্রামে তাজামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তারা জেএমবি’র গায়েরে এহসার সদস্য বলে জানায় র‌্যাব কর্মকর্তারা।
×