ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নজিবুর রহমান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

প্রকাশিত: ০৫:১৪, ১ জানুয়ারি ২০১৮

নজিবুর রহমান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। এর আগে কামাল আবদুল নাসের চৌধুরী এই দায়িত্ব পালন করেন। কাল ৩১ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়। এরপরই দায়িত্ব পেলেন নজিবুর রহমান। পাশাপাশি তথ্য, খাদ্য ও পরিবেশ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মুখ্য সচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমান মর্যাদার। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী, তারা একই পদমর্যাদার হলেও ক্রম অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের পরে মুখ্য সচিবের নামটি থাকে। এছাড়া একই পদমর্যাদার হলেও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নাম থাকে তাদের পরে। উল্লেখ্য, ১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আসার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি ১৯৬০ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। জাতিসংঘ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার এবং ইউএনডিপির সহকারী আবাসিক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন নজিবুর রহমান। তিন মন্ত্রণালয়ে নতুন সচিব ॥ তথ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ্দিন আহমেদ। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) নিয়োগ পেয়েছেন। গত ২২ ডিসেম্বর তথ্য সচিব মরতুজা আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক কানিজ ফাতেমার চাকরি মেয়াদ শেষ হলো রবিবার। খাদ্য সচিব কায়কোবাদ হোসেনের চাকরির মেয়াদ শনিবার শেষ হয়েছে। পরিবেশ ও বন সচিব ইসতিয়াক আহমদ রবিবার থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।
×