ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে ইয়াবাসহ দুই সেনা সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৩:৩০, ৩১ ডিসেম্বর ২০১৭

কর্ণফুলীতে ইয়াবাসহ দুই সেনা সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ বিভিন্ন কৌশলে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়ক হয়ে দেশের সর্বত্র ইয়াবা পাচার অব্যাহত রয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ধরা পড়ছে ইয়াবা। শনিবার রাত পৌনে ১২টার দিকে শাহ আমানত তৃতীয় সেতুর দক্ষিণ পাড়ে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় ৫০ হাজার পিচ ইয়াবাসহ দুই সেনা সদস্যকে পুলিশ গ্রেফতার করেছেন। তারা হলেন, নেত্রকোনা জেলার বেনুয়া গ্রামের কলমাকান্দা গ্রামের আবু তাহেরের পুত্র মো. শিহাব উদ্দীন (৩৭) ও নাটোর জেলার পাটিকাবাড়ি গ্রামের মো. নজরুল ইসলামের পুত্র মো. শফিকুল ইসলাম (২৮)। তাদের মধ্যে শিহাব চট্টগ্রাম সেনানিবাসের কর্পোরাল ও শফিকুল একই সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত। দুই সেনা সদস্য ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই সেনা সদস্যকে চট্টগ্রাম সেনানিবাসে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুল মোস্তফা জানিয়েছেন, মইজ্যারটেক এলাকায় যে চেক পোস্ট রয়েছে তাতে প্রায় সময় ইয়াবাসহ পাচারকারীরা গ্রেফতার হয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে সিহাব ও শফিকুলকে ইয়াবাসহ গ্রেফতার করার পর তারা দ্ইুজনেই সেনা সদস্য পরিচয় দিলে মামলা রেকর্ড করার পর তাদেরকে চট্টগ্রাম সেনানিবাসে হস্তান্তর করা হয়।
×