ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দিলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ২২:৫৭, ৩১ ডিসেম্বর ২০১৭

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দিলেন জেলা প্রশাসক

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর শহরের উপকণ্ঠ দমদমা জেলা কারাগার মোড় এলাকায় প্রতিষ্ঠিত এম এ পাবলিক স্কুলের ২০১৭ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই তিনি প্রতিষ্ঠানের প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী এবং পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্তদের হাতে পুরস্কার সনদ ও ক্রেস্ট তুলে দেন। এম এ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক ও ন্যাপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন হাজারী। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শেরপুর অঞ্চলের কৃষি ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা আকন্দ, জেলা কারাগারের জেলার মোঃ ইসমাইল হোসেন, সমাজসেবক আলহাজ্ব মোঃ আমানুল্লাহ, ফরিদ উদ্দিন সরকার, মাসুদুল আলম সরকার, অভিভাবক রফিকুল ইসলাম মাস্টার প্রমুখ। ওইসময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মিনাল কান্ত মোদক, পরিচালক নার্গিস আক্তার মনখোশ, নাসরিন আক্তার ও সেলিনা আক্তার লাকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারি শিক্ষক মাহবুব হাসান রুবেল। পরে জান্নাতুল জেবিন বৃষ্টির নির্দেশনায় দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
×