ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাঠের পিস্তলে দোকান লুট!

প্রকাশিত: ১৯:২২, ৩১ ডিসেম্বর ২০১৭

কাঠের পিস্তলে দোকান লুট!

অনলাইন ডেস্ক ॥ বিনা পরিশ্রমে টাকা রোজগারের জন্য মন্দ কাজ হলেও চুরি-ডাকাতি বেশ সহজ রাস্তা। চুরি-ডাকাতি করে ধরা না পড়লে কোনো সমস্যা নেই। কিন্তু একটু এদিক-ওদিক হলেই জায়গা হবে গারদে। এটা জেনেও অনেকে ডাকাতি করতে নেমে পড়েন। তবে যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের এক ব্যক্তি ডাকাতি করার জন্য বেছে নেন একটি কাঠের বন্দুক। সার্কল কে স্টোর নামের ঐ দোকানে বন্দুক ধরে ম্যানেজারের কাছে পয়সা দাবি করেন তিনি। নকল বন্দুকের বিষয়টি দোকানের এক কর্মী বুঝতে পেরেই লোকটিকে ধরে ফেলেন। ধরা পড়ার পর পালানোর জন্য অনেক চেষ্টা করলেও লাভ হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেই ঐ ডাকাতকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। পুলিশ জানায়, লোকটি নকল বন্দুক দেখিয়ে ডাকাতি করার ফন্দি করেছিল। তার বন্দুক নকল হলেও উদ্দেশ্য নকল ছিল না। এ কারণে তার বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে।-এপি
×